আজ যে হেভিওয়েটদের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল

পাঁচ রাজ্যের ভোটে কোন হেভিওয়েট কী অবস্থায় রয়েছেন? যোগী আদিত্যনাথ (Yogi adityanath)। সি ভোটারের ( C voter) বুথ ফেরত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথমবার বিধানসভা ভোটে লড়ছেন তাঁর পৈতৃক এলাকা গোরক্ষপুর ( Gorokhpur) থেকে। জিততে চলেছেন ভাল ব্যবধানেই। যোগীর প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির (Samajwadi Party) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশ যাদবের (Akhilesh Yadav) কেন্দ্র করহল (karhal)। জিতছেন তিনিও। জেলবন্দি। তবু সেখান থেকেই ভোটে লড়েছিলেন সমাজবাদী পার্টির হেভিওয়েট নেতা আজম খান (Azam Khan)। জেতার জায়গায় রয়েছেন তিনিও। নয়ডা (Noida) থেকে ভোটে লড়ে জিততে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের (Rajnath Singh) ছেলে বিজেপি প্রার্থী পঙ্কজ সিং (Pankaj Singh)। হেভিওয়েট আবার বাহুবলীও। তিনি রাজা ভাইয়া। আসল নাম রঘুরাজ প্রতাপ সিং। কুণ্ডা থেকে এবারও জিতবেন তিনি, বলছে সমীক্ষা।

আরও পড়ুন:আজ ৫ রাজ্যে নির্বাচনের ফলপ্রকাশ, বাড়তি নজর উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে

 

দেবভূমি উত্তরাখণ্ডেও (Uttarakhand)। এখানকার মহারথীদের খবর কী? বুথ ফেরত সমীক্ষা বলছে, খতিমা কেন্দ্রে নিশ্চিত জয়ের মুখে বিজেপির উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি (Puskar sing dhami)। এই রাজ্যে কংগ্রেসের হেভিওয়েট নেতা হরিশ রাওয়াত। তিনি দলীয় সমর্থকদের হতাশ করছেন না।

পাঞ্জাবে (Punjab) এবার চতুর্মুখী লড়াই। তখত উলটে যাওয়ার প্রবল সম্ভাবনা। দু’টি আসনে লড়ছেন মুখ্যমন্ত্রী চরণজিত্‍ সিং চান্নি (Charanjit singh channi)। সমীক্ষা বলছে, চমকৌর সাহিব আসনে চান্নির জয় নিশ্চিত হলেও ভদৌরে চান্নির হারার সম্ভাবনা প্রবল। অন্যদিকে পাঞ্জাব কংগ্রেস সভাপতি নভজ্যোত্‍ সিং সিধুর (Navjot singh sidhu) কেন্দ্র অমৃতসর পূর্ব। প্রতিদ্বন্দ্বী এবার শিরোমণি অকালি দলের হেভিওয়েট নেতা বিক্রমজিত্‍ সিংহ মাজিঠিয়া। এই কেন্দ্রের ফল কী হবে, শেষ অবধি বলা সম্ভব হচ্ছে না। শেয়ানে শেয়ানে টক্কর। পাশাপাশি আম আদমি পার্টির (Aam admi party) এবার পাঞ্জাবে ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা। অন্তত সি ভোটার তেমনই বলছে। দলের প্রজেক্টেড মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত সিং মানের (Bhagwant sing man) জয়ের প্রবল সম্ভাবনা। মুখ্যমন্ত্রিত্ব যাওয়ার পর কংগ্রেস ছাড়েন এবং নিজের দল তৈরি করে বিজেপির সঙ্গে হাত মেলান ক্যাপ্টেন অমরিন্দর সিং মান (Captain Amrindar sing man)। পুরনো কেন্দ্র পাতিয়ালা থেকেই লড়ছেন ক্যাপ্টেন। তিনি জেতার জায়গাতেই রয়েছেন। জালালাবাদ কেন্দ্র থেকে লড়ে এবারও জয়ী হতে পারেন শিরোমণি অকালি দলের ( Shiromoni akali dal) প্রধান মুখ সুখবীর সিংহ বাদল (Sukhbir sing badal)।

মাণ্ডবী নদীর পাড়ের রাজ্য গোয়াতে (Goa) এবার পঞ্চমুখী লড়াই। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, সাঙ্কেলিম থেকে জয়ী হতে পারেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র হেভিওয়েট নেতা প্রমোদ সাওয়ন্ত। মারগাঁও থেকে জয়ের জোরাল সম্ভাবনা কংগ্রেসের হেভিওয়েট নেতা দিগম্বর কামথের। এখানে এবার লড়াইয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্তত দুটি আসনে তাদের জয়ের সম্ভাবনা যথেষ্টই রয়েছে।

ভোটের ফল কী হবে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে (Manipur)? সি ভোটার বলছে, পুরনো কেন্দ্র হেইংগাং থেকে লড়ে ফের জয়ী হতে পারেন মুখ্যমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা এন বীরেন সিং (N Biren singh)। থৌবাল থেকে জয়ী হতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের হেভিওয়েট নেতা ওকরাম ইবোবি সিং (Okram Ebobi)।

Previous articleআজ ৫ রাজ্যে নির্বাচনের ফলপ্রকাশ, বাড়তি নজর উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে
Next articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস