আজ ৫ রাজ্যে নির্বাচনের ফলপ্রকাশ, বাড়তি নজর উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে

২০২৪ সালে লোকসভা নির্বাচন(Loksabha Election)। তার আগে বাইশে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের(Assembly Election) দিকেই নজর ছিল গোটা দেশের। দিল্লির মসনদের দিকে নজর রেখে উত্তর প্রদেশ(Uttarpradesh), উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পঞ্জাবের বিধানসভা নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৫ রাজ্যের নির্বাচন থেকেই পাওয়া যাবে লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস। প্রকাশ্যে আসতে চলেছে এই ৫ রাজ্যের নির্বাচনী ফলাফল।

পাঁচ রাজ্যের ভোটগ্রহণ শেষ হয়েছে আগেই। গোয়া, পঞ্জাব ও উত্তরাখণ্ডে এক দফাতেই নির্বাচন হয়েছিল। মণিপুরে দুই দফায় এবং উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন হয়েছে। আজ অর্থাৎ ১০ মার্চ প্রকাশ্যে আসতে চলেছে নির্বাচনের ফলাফল। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে, সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হবে। ইতিমধ্যেই এই ৫ রাজ্যের বুথ ফেরত সমিক্ষা প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশে আরও একবার যোগীরাজের সম্ভাবনা থাকলেও কাঁটায় টক্কর দেবে অখিলেশ। অন্যদিকে পাঞ্জাবে বাকিদের কার্যত সাফ করে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার সম্ভাবনা আম আদমি পার্টির। বুথফেরত সমীক্ষা  অনুযায়ী, গোয়ার ফলাফলে রয়েছে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা। ফলে এখানে প্রথমবার লড়াইয়ে নেমে সরকার গঠনে অন্যতম ভুমিকা পালন করতে পারে তৃণমূল। উত্তরাখণ্ড ও মণিপুরে সম্ভাবনা রয়েছে বিজেপির। এখন বুথ ফেরত সমীক্ষার এই ফল বাস্তবে মেলে কিনা তার জন্য নজর গোটা দেশের।

Previous articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ
Next articleআজ যে হেভিওয়েটদের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল