Firhad: কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া : ফিরহাদ

এটাই তৃণমূলের সঙ্গে মিশে যাওয়ার উপযুক্ত সময় কংগ্রসের জন্য। কংগ্রসের উচিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ায়। ৫ রাজ্যের ফল ঘোষণার দিনই এই মন্তব্য করলেন তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সম্পূর্ণ ফল এখনও প্রকাশিত হয়নি। তার আগেই রেজাল্টের ট্রেন্ড দেখেই ফিরহাদ সংবাদ মাধ্যমে মন্তব্য করেন, জাতীয় রাজনীতিতে অবলুপ্ত হয়ে যাচ্ছে কংগ্রেস। এখনই সঠিক সময় তৃণমূলের সঙ্গে মিশে যাক কংগ্রেস। ফিরহাদ বলেন, তৃণমূলের হাত ধরলে গান্ধীজি ও নেতাজির আর্দশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র পাঞ্জাবে আশা ছিল কংগ্রেসের (Congress)। কিন্তু সেখানও ঝাড়ুর বাড়িতে উড়িয়ে গিয়েছে ক্ষমতা ধরে রাখার সেই স্বপ্ন। গোয়া (Goa) সদ্য পা রেখেছে তৃণমূল। সেখানেও এমজেপির (MGP) সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে তৃণমূল। আর সেখানেও শুধু খাতা খোলা নয়। ভালো ফলের দিকে এগোচ্ছে তৃণমূল। অথচ হালে পানি পাচ্ছে না কংগ্রেস। এই অবস্থায় তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Previous articleCorona Update: করোনা গ্রাফ নিম্নমুখী,১২-১৭ বছর বয়সীদের জন্য নতুন ভ্যাকসিন
Next articleRussia-Eukraine : বিধি বাম! ঠান্ডায় নিজেরাই মরছে রুশ সেনা , রাশিয়ার কিভ জয় দূরঅস্ত