Monday, May 19, 2025

Tele Academy Award: টেলি ইন্ডাস্ট্রির উপর অর্থনীতি নির্ভর করে: যে কোনও সমস্যায় পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

ইনডোর স্টেডিয়ামে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Tele Academy Award) মঞ্চে চাঁদের হাট। আর বৃহস্পতিবার, সেখানেই টেলিভিশন জগতের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, এটা শুধু বিনোদন নয়, এখন এর উপর নির্ভর করছে অর্থনীতি একটি অংশ। এই মঞ্চ থেকেই বারুইপুরে টেলি অ্যাকাডেমি কমপ্লেক্সের উদ্বোধন করেন মমতা।

এদিন, মুখ্যমন্ত্রী বলেন, বারুইপুরে (Baruipur) টেলি অ্যাকাডেমি কমপ্লেক্স টেলিভিশনের শুটিংয়ের জন্য বিশাল জায়গা বরাদ্দ করা হয়েছে। ১৩২ লক্ষ ৫০হাজার টাকা খরচ করে বারুইপুরে সেখানে টেলি অ্যাকাডেমির প্রশিক্ষণ থেকে শুরু করে শুটিং-সহ সব কাজ করা যাবে। মুখ্যমন্ত্রী আশা, আগামী দিনে এটি সবার গন্তব্য হবে। ধনধান্য় স্টেডিয়ামটি এক-দুমাসের মধ্যে শেষ হবে। দ্রুত শেষ হবে বিশ্ববঙ্গ মিলনমেলার কাজও। এই সব জায়গাতেই শুটিং করা যাবে। এখন ইকো টুরিজিম পার্কেও শুটিংয়ের প্রশস্ত জায়গা রয়েছে। রাজ্যের বাইরে শুটিং করা যেতেই পারেন, তবে, বাংলায় এখনও টেলি-শুটিংয়ের সুবন্দোবস্ত আছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, এটা আজকের দিনে টেলিভিশন বড় শিল্প। এর উপর অর্থনীতির বড় অংশ নির্ভর করে। মুখ্যমন্ত্রী কথায়, টিভি সিরিয়াল এখন শুধু আর নিছক বিনোদন নয়, একা বাড়ি থাকা মানুষের বন্ধু। তিনি নিজেও রাতে সময় পেলে সিরিয়াল দেখেন বলে জানান মমতা। হাসির ছলে মুখ্যমন্ত্রী বলেন, “টেলিভিশন যদি বন্ধ থাকে খুব রাগ হয়।“

টেলি জগতের সঙ্গে জড়িত সবার ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, এখানে তরুণ প্রজন্ম অত্যন্ত প্রতিভাশালী, তাঁরা খুব ভালো কাজ করছেন। “যখন কোনও দরকার পড়বে, পরিবারের লোকের মতো আমাকে। আমরা পাশে আছি” টেলি-জগতকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। সকলকে বসন্ত উৎসবের আগাম শুভকামনা জানান তিনি।

আরও পড়ুন:Fake-police : বিচারাধীন বন্দিকে ছাড়াতে ভুয়ো পুলিশ অফিসার সেজে বিচারকের ঘরে, ধৃত দুই

 

 

Related articles

নাশকতার ছক বানচাল: জঙ্গি দমনে বড় সাফল্য অন্ধ্র, তেলেঙ্গানা, পঞ্জাব পুলিশের

অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই ভারতের উদ্দেশ্য ছিল না। দেশের মধ্যে সব ধরনের নাশকতামূলক...

আপনার জন্য গোটা দেশ লজ্জিত: বিজেপি মন্ত্রী শাহর ‘ক্ষমা’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া কুরেশির (Sofia Qureshi) বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)...

আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন লুঙ্গি এনগিডি

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই...

টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বাংলার উন্নয়নে সদা তৎপর দিদি: সত্যম

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের (Techno India Group Public School) কোনও রেসিডেন্সিয়াল স্কুল ছিল না। টেকনো ইন্ডিয়া গ্রুপের...
Exit mobile version