Friday, August 22, 2025

পাঁচ রাজ্যে গোহারা কংগ্রেস, মানুষের প্রত্যাখ্যানকে মাথা পেতে নিলেন রাহুল গান্ধী

Date:

২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। গোটা দেশজুড়ে কংগ্রেস যে এখন ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আজ, বৃহস্পতিবার পাঁচ রাজ্যের ভোট গণনার শুরু থেকেই কংগ্রেসের কার্যত নিশ্চিহ্ন হওয়ার ইঙ্গিত মিলেছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুরে হার তো হয়েইছে, সেইসঙ্গে খুব করুণভাবে কংগ্রেসের হাতছাড়া হয়েছে পাঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ রাজ্য। আম আদমি পার্টির কাছে কংগ্রেসের একের পর এক হেভিওয়েট প্রার্থীরা হেরেছেন।

বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও গোহারা হেরেছেন দুটি কেন্দ্র থেকে দাঁড়িয়ে। তিনি ভাদৌর কেন্দ্র থেকে ৩৪ হাজার ভোটে এবং চমকৌর সাহিব কেন্দ্র থেকে ৪০০০ ভোটে হেরেছেন।

সবমিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেই শোচনীয় ফলাফল করেছে দেশে নিজেদেরর প্রধান বিরোধী দল হিসেবে দাবি করা কংগ্রেস। আসনের নিরিখে উত্তরপ্রদেশে চতুর্থ স্থানে রয়েছে তারা। অন্যদিকে পাঞ্জাবের মসনদও তারা হারতে বসেছে আম আদমি পার্টির কাছে। বাকি তিন রাজ্যের কোনোটিতেই সরকার গঠন দুরস্ত, বৃহত্তম দল হিসেবেও স্বীকৃতি পায়নি তারা।

উত্তরপ্রদেশে বাজিমাত করতে প্রিয়াঙ্কা গান্ধীকে আঁকড়ে ধরেছিল কংগ্রেস। কিন্তু নিট ফল জিরো। ইতিহাসে প্রথমবার কংগ্রেসের ভোট নেমে আসছে ২৫ শতাংশের নিচে। গোষ্ঠীদ্বন্দ্ব আর নেতৃত্বের অপদার্থতায় উত্তরাখণ্ডেও বিজেপিকে টলাতে পারলেন না হরিশ রাওয়াতরা। একই কথা প্রযোজ্য পাঞ্জাবের ক্ষেত্রেও। আর গোয়ায় চিদম্বরমের কাঁধে ভর করে এই বছর লড়াই করেও মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস।

আর জনতার এই প্রত্যাখ্যানকে মাথা পেতে স্বীকার করে টুইট করলেন রাহুল গান্ধী। ঠিক কী লিখেছেন কংগ্রেস সাংসদ? ‌এই ফলপ্রকাশ হতেই রাহুল গান্ধী লেখেন, ‘‌মানুষের এই রায় স্বচ্ছন্দে মেনে নিচ্ছি। শুভেচ্ছা রইল যাঁরা জনতার রায়ে জিতেছেন। কংগ্রেসের সমস্ত কর্মী এবং স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানাই কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্য। আমরা এই ফলাফল থেকে শিক্ষা নেব এবং ভারতের মানুষের জন্য কাজ করে যাব।’‌

পাশাপাশি লজ্জার হারের পর এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা বলেন, পাঞ্জাবে ভূমিপুত্র চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ করে ময়দানে নেমে ছিল কংগ্রেস। তবে ক্যাপ্টেন অমরিন্দর সিং যেভাবে সাড়ে চার বছর পাঞ্জাবের শাসন চালিয়েছেন তাতে পাঞ্জাববাসী পরিবর্তন চাইছিল যার ফলে আপকে তারা বেছে নিয়েছে। আমরা আম আদমি পার্টিকে শুভেচ্ছা জানাচ্ছি এই বিশাল জয়ের জন্য।” পাশাপাশি উত্তরপ্রদেশ প্রসঙ্গে তিনি জানান, উত্তরপ্রদেশের মাটিতে কংগ্রেস বিপুল জনসমর্থন পেয়েছে মানুষ কংগ্রেসকে স্বাগত জানিয়েছে সব জায়গায় তবে ভোট বাক্স তা প্রতিফলিত হয়নি। তবে আমরা উত্তর প্রদেশের মানুষের পাশে সব সময় থাকবো।”

আরও পড়ুন:Madan Mitra: সফল অস্ত্রোপচার বিধায়ক মদন মিত্রর, ১০দিন কথা না বলার পরামর্শ চিকিৎসকদের

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version