এবার ছন্দ মিলিয়ে ধনকড়কে কবিতায় কটাক্ষ রাজ্যের মন্ত্রীর

বারংবারই প্রকাশ্যে এসেছে রাজ্যপাল- রাজ্য দন্দ্ব। এবার নিজের লেখা কবিতায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Governor Jagdeep Dhankhar) তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। বৃহস্পতিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের নিজের লেখা বই ‘স্তব্ধ পৃথিবী’ প্রকাশ করেন। সেখানেই একটি কবিতায় মন্ত্রী লেখেন,

মহামান্য
আপনি নিশ্চয়ই অসামান্য
আইনবিদ হিসেবে হয়ত অনন্য
কিন্তু বিচার বোধে খামতি চোখে পড়ে
সময় জ্ঞানেও  মুখোস খুলে পড়ে।
যুদ্ধের সেনাপতির যদি ভুল কোন হয়
সময়টা নিশ্চয়ই ভুল ধরার নয়।
সময় অনেক পাওয়া যাবে যুদ্ধে জয়ী হয়ে
তখন না হয় কাটা ছেড়া করবো সময় নিয়ে।
কে ভুল কে ঠিক সময় বলে দেবে
তখন না হয় মহামান্য হিসাব বুঝে নেবে।
যুদ্ধে জয়ী হবার জন্য গড়ে তুলতে হবে ঐক্য
এখন না হয় বন্ধ থাক যা কু-বাক্য।
মহামান্য
আসীম ক্ষমতা আপনার হাতে
স্বয়ং রাষ্ট্রনেতা আপনার সাথে
সেই ক্ষমতা প্রয়োগ করুন রাজ্যকে বাঁচাতে,
মানুষ আপনাকে মনে রাখবে
সেই শুভ প্রভাতে।।

আরও পড়ুন: পাঁচ রাজ্যে গোহারা কংগ্রেস, মানুষের প্রত্যাখ্যানকে মাথা পেতে নিলেন রাহুল গান্ধী

এই কবিতা লেখার কারণ হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অনেক রাজ্যপাল (Jagdeep Dhankhar) দেখেছেন। কিছু সময়ে রাজ্যপালের সঙ্গে বিরোধ হয়েছে রাজ্য সরকারের। তবে তিনি এমন কোনও রাজ্যপাল দেখেননি যিনি সবসময় সরকারের ভুল ধরছেন, সরকারকে অপদস্থ করছেন, সরকারকে বিপদে ফেলছেন। তাই তিনি নিজের মনের ভাবনাকে কবিতার আকারে প্রকাশ করেছেন।

 

Previous articleআমরা এখানে থাকবো ও গোয়ার মানুষের সেবা করব, টুইট তৃণমূলের
Next articleTele Academy Award:নেতাজি ইনডোরে চাঁদের হাট, টেলি অ্যাকাডেমি কমপ্লেক্স-এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর