Wednesday, November 5, 2025

মানুষের ভোট নয়, মেশিনের ভোটে জিতেছে বিজেপি: EVM ফরেন্সিক টেস্টের দাবি মমতার

Date:

উত্তরপ্রদেশ(UttarPradesh) রাজ্যে বিজেপির(BJP) জয় এসেছে ঠিকই, তবে এই জয় মানুষের ভোটে জয় নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রের মদতে ইভিএম লুটের অভিযোগ তুলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ‘মেশিনের ভোটে জিতেছে বিজেপি’। একইসঙ্গে ইভিএমের ফরেনসিক টেস্টের দাবিতেও সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উত্তরপ্রদেশ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে (UP Election 2022) ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে ফেলে অভিমন্যু বধের মতো হারানো হয়েছে অখিলেশকে। উত্তরপ্রদেশে ভোট লুট হয়েছে। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। বিজেপি ওখানে মানুষের ভোটে জেতেনি মেশিনের ভোটে জিতেছে।” শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও বলেন, “সব ইভিএমের ফরেনসিক টেস্ট হওয়া উচিত। বাংলায় আমরা জিতেছি কারণ আমরা ইভিএম রক্ষা করতে পেরেছিলাম। আমাদের কর্মীরা ইভিএম পাহারা দিয়েছে। দিল্লিতে আম আদমি পার্টিও (AAP) তাই।”

আরও পড়ুন:ভোট মিটতেই ফের ‘বেচুবাবু’ মোদি, এবার লক্ষ্য সরকারি জমি বিক্রি

পাশাপাশি রাজ্যে রাজ্যে কংগ্রেসের চুড়ান্ত ব্যর্থতা ও ২৪-এর লোকসভা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “২৪-এ কী হবে, কে কোথায় থাকবে, তার ঠিক নেই। আমার মনে হয়, চব্বিশে বিজেপিকে (BJP) হারাতে সকলের একসঙ্গে কাজ করতে হবে। কংগ্রেসের উপর ভরসা করলে চলবে না, কংগ্রেস হেরেই চলেছে। এখন সব আঞ্চলিক দলকে একজোট হতে হবে।”

Related articles

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে...

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...
Exit mobile version