শুক্রবার থেকে শুরু হচ্ছে আইএসএলের (ISL) সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালের প্রথম লেগে কেরালা ব্লাস্টার্সের ( Kerala Blasters) মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur Fc)। প্রথম লেগের সেমিফাইনালে জিতে এগিয়ে থাকতে মরিয়া দু’দলই।

শুক্রবার চলতি আইএসএলের প্লে-অফে প্রথম লেগে কেরলা ব্লাস্টর্সের বিরুদ্ধে নামছে জামশেদপুর এফসি। আর এই ম্যাচে একঝাঁক বিদেশি তারকার মধ্যেও সবার নজরে থাকবে এক বঙ্গসন্তান, ঋত্বিক দাসের দিকেই। জামশেদপুরের তরুণ মিডফিল্ডার এবারের লিগের অন্যতম সেরা আবিষ্কার। ইতিমধ্যেই চারটি গোল করে ফেলেছেন ঋত্বিক। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে তাঁর গোলেই শীর্ষে থেকে লিগ-শিল্ড জিতেছিল জামশেদপুর এফসি। ঋত্বিকের পাশাপাশি নজর থাকবে জামশেদপুরের দুই বিদেশি গ্রেগ স্টুয়ার্ট ও ড্যানিয়েল চিমাচুকুর দিকেও। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রাক্তনী স্টুয়ার্ট এবারের সেরা বিদেশি। অন্যদিকে, ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত গোল করেছেন চিমা। কেরল ব্লাস্টার্স আবার তাকিয়ে রয়েছে তিন বিদেশি তারকা আদ্রিয়ান লুনা, আলভারো ভাজকোয়েজ ও জর্জ পিয়েরে দিয়াজের দিকে।