Sunday, August 24, 2025

ভর সন্ধ্যেবেলায় ফের বিধ্বংসী অগ্নিকান্ডের(Fire Incident) ঘটনা কলকাতার(Kolkata) বুকে। শনিবার সন্ধ্যায় ট্যাংরায় (Tangra)একটি রেক্সিনের কারখানায় আগুন লাগার খবর আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন(Fire) দ্রুত ছড়িয়ে পড়ছে বলেই সূত্রের খবর। ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে, পরে আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কারখানার গুদামটিতে কেউ আটকে রয়েছেন কি না সেটা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি-জব্বলপুরগামী বিমান

ট্যাংরা এমনিতেই ঘনবসতি পূর্ণ এলাকা, চারপাশে একাধিক চামড়ার কারখানা রয়েছে। স্বভাবতই শনিবার ভর সন্ধ্যেবেলায় এই ভয়ানক অগ্নিকান্ডে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। আজ আচমকা মেহের আলি লেনের একটি রেক্সিনের কারখানা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানিয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তেই, এলাকার লোকজন দ্রুত নিজেরাই আগুন নেভাতে শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রাথমিক ভাবে দমকলের ইঞ্জিন সেখানে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ে। বিষয়টি সম্পর্কে জানতে পারেন দমকলমন্ত্রী সুজিত বসু, তিনি যত দ্রুত সম্ভব বাকি ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৯ টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গুদামঘরের চাল উড়ে যায় বলেই স্থানীয় সূত্রে খবর। ঠিক কীভাবে আগুন লাগল তা সঠিক ভাবে না জানা গেলেও , শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে । তবে এ বিষয়ে এখনও নিশ্চিত নয় দমকল বিভাগ। পরিস্থিতির দিকে নজর রাখছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায়, পার্শ্ববর্তী বহুতলে আশ্রয় নিচ্ছেন এলাকার বাসিন্দারা।

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version