Friday, November 7, 2025

উত্তরপ্রদেশে ‘মায়ার খেলা’: মায়াবতী-ওয়েইসিকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি শিবসেনার

Date:

উত্তরপ্রদেশ(Uttar Pradesh) নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও আসনসংখ্যা ব্যাপক বাড়িয়েছে সমাজবাদী পার্টি(SP)। তবে নির্বাচনের ফলাফল বিশ্লেষণে নজরে আসছে অন্য ছবি প্রায় ১৩ শতাংশ ভোট পেয়েও মাত্র ১ টি আসন পেয়েছে মায়াবতীর দল বিএসপি(BSP)। যার জেরে বিজেপির জয়ের পিছনে ‘মায়ার খেলা’ দেখছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম(AIMIM)। যার জেরেই এই দুজনকে বিজেপির উচিত পদ্মবিভূষণ-ভারতরত্নের মতো খেতাব দেওয়া, এমনটাই দাবি করেছে বিজেপির একসময়ের জোটসঙ্গী শিবসেনা(Shivsena)।

শনিবার এপ্রসঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “উত্তরপ্রদেশ বিজেপিরই দখলে ছিল। সেখানে ওরা ভাল করছে। কিন্তু উত্তরপ্রদেশে অখিলেশের আসন বেড়েছে ৩ গুণ। মায়াবতী এবং ওয়েইসি বিজেপিকে জিততে সাহায্য করেছে। তাই ওদের পদ্মভূষণ, ভারতরত্ন দেওয়া উচিত।” উত্তরপ্রদেশে এই দুই দল যে বিজেপির সুবিধা করে দিতে পারে তার ইঙ্গিত আগেই ছিল। ফলপ্রকাশের পর কার্যত স্পষ্ট যে নিজেদের অস্তিত্ব বিপন্ন করে মিম ও বিএসপি বিজেপিকে সাহায্য করেছে। যদিও গতবারের তুলনায় এবার বিএসপির ভোট কমে গিয়েছে প্রায় ৯ শতাংশ। তাদের ভোট যে বিজেপিতে গিয়েছে সে ইঙ্গিত করে মায়াবতী জানান, অখিলেশ ক্ষমতায় এলে ফের জঙ্গলরাজ ফিরতে পারে আশঙ্কা করে দলিত ও ব্রাহ্মণরা বিজেপিকে ভোট দিয়েছে। এবং সরাসরি সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা দিয়েছে মিম। সে কথাই স্পষ্টভাবে তুলে ধরে ওই দুই নেতৃত্বকে কটাক্ষের সুরে পদ্মবিভূষণ-ভারতরত্নের মতো খেতাব দেওয়ার দাবি তুলেছে শিবসেনা।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version