Wednesday, May 7, 2025

উত্তরপ্রদেশে ‘মায়ার খেলা’: মায়াবতী-ওয়েইসিকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি শিবসেনার

Date:

উত্তরপ্রদেশ(Uttar Pradesh) নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও আসনসংখ্যা ব্যাপক বাড়িয়েছে সমাজবাদী পার্টি(SP)। তবে নির্বাচনের ফলাফল বিশ্লেষণে নজরে আসছে অন্য ছবি প্রায় à§§à§© শতাংশ ভোট পেয়েও মাত্র à§§ টি আসন পেয়েছে মায়াবতীর দল বিএসপি(BSP)। যার জেরে বিজেপির জয়ের পিছনে ‘মায়ার খেলা’ দেখছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম(AIMIM)। যার জেরেই এই দুজনকে বিজেপির উচিত পদ্মবিভূষণ-ভারতরত্নের মতো খেতাব দেওয়া, এমনটাই দাবি করেছে বিজেপির একসময়ের জোটসঙ্গী শিবসেনা(Shivsena)।

শনিবার এপ্রসঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “উত্তরপ্রদেশ বিজেপিরই দখলে ছিল। সেখানে ওরা ভাল করছে। কিন্তু উত্তরপ্রদেশে অখিলেশের আসন বেড়েছে à§© গুণ। মায়াবতী এবং ওয়েইসি বিজেপিকে জিততে সাহায্য করেছে। তাই ওদের পদ্মভূষণ, ভারতরত্ন দেওয়া উচিত।” উত্তরপ্রদেশে এই দুই দল যে বিজেপির সুবিধা করে দিতে পারে তার ইঙ্গিত আগেই ছিল। ফলপ্রকাশের পর কার্যত স্পষ্ট যে নিজেদের অস্তিত্ব বিপন্ন করে মিম ও বিএসপি বিজেপিকে সাহায্য করেছে। যদিও গতবারের তুলনায় এবার বিএসপির ভোট কমে গিয়েছে প্রায় ৯ শতাংশ। তাদের ভোট যে বিজেপিতে গিয়েছে সে ইঙ্গিত করে মায়াবতী জানান, অখিলেশ ক্ষমতায় এলে ফের জঙ্গলরাজ ফিরতে পারে আশঙ্কা করে দলিত ও ব্রাহ্মণরা বিজেপিকে ভোট দিয়েছে। এবং সরাসরি সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা দিয়েছে মিম। সে কথাই স্পষ্টভাবে তুলে ধরে ওই দুই নেতৃত্বকে কটাক্ষের সুরে পদ্মবিভূষণ-ভারতরত্নের মতো খেতাব দেওয়ার দাবি তুলেছে শিবসেনা।

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...
Exit mobile version