Tuesday, August 26, 2025

আর্থিক নিষেধাজ্ঞা না তুললে ভেঙে পড়তে পারে স্পেস ষ্টেশন, আমেরিকাকে হুমকি রাশিয়ার

Date:

ইউক্রেনের উপর হামলার জেরে ইতিমধ্যেই রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এই পরিস্থিতিতেই এবার আমেরিকাকে(America) উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি দিল রাশিয়া(Russia)। স্পষ্ট ভাবে জানানো হয়েছে আর্থিক নিষেধাজ্ঞা না চললে তার চরম পরিনতি ভুগতে হবে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক স্পেস স্টেশন (Space Station)।

রাশিয়ার উপর আগেই একদফা নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। শনিবার আরও একদফা আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয়। শুধু তাই নয় আর্থিকভাবে আরও ধাক্কা দিতে জি-৭ গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনাতেই আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলিকে সতর্ক করল রাশিয়া। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রিয় রোগোজিন জানান, আর্থিক নিষেধাজ্ঞা রাশিয়ার মহাকাশ গবেষণায় প্রভাব ফেলবে। মহাকাশ গবেষণা কেন্দ্রের রক্ষণাবেক্ষণে প্রভাব পড়বে। যার জেরে যে কোনও সময় ভেঙে পড়তে পারে স্পেস স্টেশনের রাশিয়ার একাংশ। আর রক্ষণাবেক্ষণের অভাবেই এই ঘটনা ঘটবে। তাই কোনওরকম নিষেধাজ্ঞা চাপানোর আগে বিষয়টি নিয়ে পশ্চিমি দেশগুলির ভেবে দেখা উচিত।

আরও পড়ুন:Shah Rukh Khan: দুবাইয়ের মাটিতে অচেনা লুকে শাহরুখ, ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়!

উল্লেখ্য, স্পেস স্টেশনে রাশিয়ার অংশ এই গবেষণাগারের কক্ষপথ ঠিক রাখার কাজ করে। এই পরিস্থিতিতে রাশিয়া যদি মনে করে সেক্ষেত্রে তা মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে আছড়ে ফেলতে পারে। তা ঘটলে বহু প্রাণহানি তো বটেই পৃথিবীর মহাকাশ গবেষণায় বিপুল ক্ষতির কারণ হয়ে উঠবে। যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা সহ পুতিন বিরোধিতায় সরব হওয়া পশ্চিমি দেশগুলিকে সেই হুঁশিয়ারি দিয়ে রাখল রাশিয়া।

Related articles

রাজ্য ছাত্র ভোটে বাধাও দেয়নি, হাই কোর্টের শুনানিতে স্পষ্ট অবস্থান জানালেন আইনজীবী কল্যাণ

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করাতে চায় রাজ্য সরকার। ছাত্র সংসদের (Student Union) ভোটে কখনও বাধা দেয়নি রাজ্য।...

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...
Exit mobile version