Tuesday, November 4, 2025

দিল্লি এবং পাঞ্জাব জয়ের পর এবার দেশের প্রতিটি অঙ্গরাজ্যেই জনসমর্থন তৈরির স্বপ্ন দেখছে আম আদমি পার্টি।  সেই লক্ষ্যে বাংলাতেও নিজেদের কিছু কর্মসূচি পালন করল আপ । রবিবার কলকাতার একাধিক এলাকায় মিছিল করেন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির সমর্থকরা।  এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘পদার্পণ যাত্রা’। দিল্লি এবং পাঞ্জাব জয়ের পরে এবার এ রাজ্যেও নিজেদের সমর্থন ও জনভিত্তি তৈরির জন্য এই কর্মসূচি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এদিন বিকেলে গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে আপ সমর্থকরা। পাশাপাশি এদিন থেকেই  শুরু হয়েছে আপ-এর  সদস্য সংগ্রহ অভিযান।  ইতিমধ্যেই রাজ্যের কয়েক জায়গায় আপ সমর্থকরা পোস্টার মেরেছেন। বারাসত, মালদহ-সহ বেশ কয়েকটি জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। পোস্টারে উল্লিখিত নম্বরে ফোন করে  আপ-এর সদস্যপদ গ্রহণের জন্যেও আহ্বান জানানো হয়েছে।

তবে বাংলায় আপ-এর  মিছিল বা পোস্টার পড়ার বিষয়টিকে আমল দিতে চান নি  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন,  এটা গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ যে কোনও জায়গায় গিয়ে সমাবেশ করতেই পারে। মনে হয় না আপের এখানে কিছু করার আছে। আপের কোনও প্রভাব বাংলায় পড়বে না। আপ এখানে আসতেই পারে। কিন্তু তাতে বিশেষ কোন লাভ হবে না।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version