ইউক্রেনে রুশ সেনার গুলিতে মৃত মার্কিন সাংবাদিক

রুশ সেনার গুলিতে নিহত মার্কিন সাংবাদিক

কিভের উত্তর-পশ্চিম শহরতলির ইরপিনে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করল রুশ সেনা। আরও এক সংবাদকর্মী (Brent Renaud) আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে।

কিভের (Kyiv) পুলিশপ্রধান আন্দ্রেই নেবিতোভ ফেসবুক পোস্টে লেখেন, “রুশ সেনা এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উপর হামলা চালাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার ছবি তুলে ধরায় সংবাদকর্মীদের হত্যা করা হচ্ছে। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর ৫১ বছর বয়সী সাংবাদিক ব্রেন্ট রেনড ইরপিনে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও এক।”

আরও পড়ুন-ব়্যাকেট নয়, হাতে মেশিনগান তুলে নিলেন টেনিস তারকা সের্জি স্ট্যাকোভস্কি

বিবৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রেন্ট রেনড (Brent Renaud) ইউক্রেনেই মারা গিয়েছেন। কিন্তু তিনি নিউ ইয়র্ক টাইমস-এর হয়ে অ্যাসাইনমেন্টে ছিলেন না। ২০১৫ সালে নিউ ইয়র্ক টাইমস-এ শেষবার কাজ করেছিলেন ব্রেন্ট।

রবিবার ১৮ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। ইতিমধ্যে রাশিয়ার আক্রমণে তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের একাধিক শহর। দেশ ছেড়ে পালিয়েছেন লক্ষ-লক্ষ মানুষ।



Previous articleHaldia: তমলুকে সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা আইএনটিটিইউসি-র
Next articleCristiano Ronaldo: একাই ৮০৭! সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন রোনাল্ডো