Tuesday, May 6, 2025

বইমেলায় কেপমারির অভিযোগে গ্রেফতার এক অভিনেত্রী। শনিবার পকেটমার সন্দেহে তাঁকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ময়দান থেকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। জানা গেছে ধৃত অভিনেত্রীর নাম রূপা দত্ত।

আরও পড়ুন: WB BY Election: তৃণমূলে চমক! আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন ও বালিগঞ্জে বাবুল

পুলিশ সূত্রে খবর, শনিবার বইমেলা প্রাঙ্গনে পুলিশকর্মীরা টহল দেওয়ার সময় একটি মহিলাকে বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলতে দেখে পুলিশ। তাতেই সন্দেহের দানা বাঁধে। পুলিশের এক আধিকারিক জানতে চান এই ব্যাগ কেন ফেলে দিচ্ছেন? তাতে সদুত্তর না মেলায় মহিলা পুলিশ এসে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালায়। আর তাতেই দেখা যায়, ওই মহিলার ব্যাগের মধ্যে রয়েছে অনেক মানিব্যাগ। তার মধ্যে প্রচুর টাকাও রয়েছে। তখন পুলিশের সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানায় মহিলাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।জেরার মুখে ভেঙে পড়েন তিনি। জানা যায় নাম পরিচয়। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম রূপা দত্ত। পেশায় অভিনেত্রী। টলিউডের একাধিক জনপ্রিয় সিনেমা এবং বলিউডের সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনের পর্দায় তিনি বেশ পরিচিত মুখ।

পুলিশি জেরায় রূপা জানিয়েছেন, বিভিন্ন জনবহুল এলাকা, মেলা, অনুষ্ঠানে গিয়ে কেপমারি করতেন তিনি। এদিনও সেই উদ্দেশে বইমেলায় এসেছিলেন। তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। মিলেছে একটি ডায়েরিও, যেখানে কেপমারির হিসেব লেখা রয়েছে। তবে এক অভিনেত্রী হয়েও কেন এমন কাজ করতেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ। রূপার সঙ্গে কোনও বড় চক্র জড়িয়ে রয়েছে কিনা, তা জানারও চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০০৫ সালে ‘সাথী’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী রূপা দত্ত। পরে পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে জনপ্রিয় হন ‘জয় মা বৈষ্ণোদেবী’ সিরিয়ালে অভিনয়ের জন্য।যদিও একাধিকবার বিতর্কে জড়িছেন এই অভিনেত্রী।

Related articles

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...
Exit mobile version