৮ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি, হতাশ নন শ্রেয়স

প্রথম ইনিংসে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবুও হতাশ নন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বরং তাঁর ইনিংস দলকে মজবুত জায়গায় পৌঁছে দিয়েছিল, এটাই তৃপ্তি দিচ্ছে ডানহাতি মুম্বইকরকে। শ্রেয়সের বক্তব্য, ‘‘সেঞ্চুরি হাতছাড়া হয়েছে বলে ভেঙে পড়ছি না। তবে এই পিচে হাফ সেঞ্চুরি করাটা ১০০ রানের সমান। আমি এভাবেই ব্যাপারটাকে গ্রহণ করছি। বরং আমার ইনিংস দলের কাজে লেগেছে, এটা ভেবেই ভাল লাগছে।’’

আরও পড়ুন-রোহিতদের ফিটনেস নিয়ে কড়া বার্তা বোর্ডের

শ্রেয়স (Shreyas Iyer) আরও জানাচ্ছেন, ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা চিন্নাস্বামীর ঘূর্ণি পিচে ব্যাট করার সময় কাজে লেগেছে। তিনি বলেন, ‘‘মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলার অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে। কারণ ঘরোয়া ক্রিকেটে এমন স্পিন সহায়ক উইকেটে আমাদের খেলতে হয়।’’ শ্রেয়স আরও যোগ করেছেন, ‘‘আমি শুরু থেকেই স্পিনারদের বিরুদ্ধে ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করতে চেয়েছিলাম। কারণ এই পিচে ধরে খেলার চেষ্টা করলে আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যেত। প্রথম পাঁচটা বল খেলতে গিয়ে আমারও সমস্যা হয়েছিল। তাই স্পিনারদের বিরুদ্ধে ক্রিজ থেকে বেরিয়ে এসে শট খেলার চেষ্টা করেছি।’’




Previous articleসোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সরে দাঁড়ানোর ইচ্ছায় ‘না’ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির
Next articleExtra Marital Affair: ১৩ বছর ধরে মায়ের পরকীয়ার অভিযোগ, এবার চরম পদক্ষেপ নিল ছেলে