Wednesday, August 27, 2025

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের, খুন হলেন ঝালদার সদ্যজয়ী কংগ্রেস প্রার্থীও

Date:

একইদিন দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু দুই নেতার। একজন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা আরেকজন কংগ্রেসের (Congress) নেতা। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার (Panihati Municipality) ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে খুন করল দুষ্কৃতীরা।

দুষ্কৃতীর গুলিতে মৃত্যু তৃণমূল (TMC) কাউন্সিলর অনুপম দত্তের (Anupam Dutta)৷ খড়দহের (Khardah) আগরপাড়া এলাকায় বাইকে চেপে দুষ্কতীরা তাঁকে গুলি করে পালায় বলে অভিযোগ৷ দুষ্কৃতীদের গুলিতে অনুপমের মাথায় ও কাঁধে গুরুতর চোট পান৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের শাস্তিতে দাবিতে পথ অবরোধ তৃণমূলের কর্মী-সমর্থকদের। ঘটনাস্থলে যান বারাকপুরের পুলিশ কমিশনার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-ইউক্রেনে রুশ সেনার গুলিতে মৃত মার্কিন সাংবাদিক

এদিকে, পুরুলিয়ার (Purulia) ঝালদা পুরসভার (Jhalda Municipality) ২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস (Congress) প্রার্থী তপন কান্দুও খুন হলেন একই দিনে। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় তপন কান্দুকে গুলি করে মোটর বাইকে উঠে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে কাউন্সিলরকে রাঁচিতে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। যদিও সেই হাসপাতালে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

এখনও ঝালদা পুরসভা ত্রিশঙ্কু। ঝালদার ১২টি মধ্যে ৫ ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কংগ্রেস জেতে ৫টি ওয়ার্ডে, দুটিতে জেতে নির্দল। নির্বাচনের পরে তৃণমূলে যোগ দেয় ১ নির্দল প্রার্থী।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version