Weather Forecast:চৈত্রের শুরুতেই বাড়বে তাপমাত্রা, কবে বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

0
2

আর মাত্র একসপ্তাহ বইবে বসন্তের শীতল হাওয়া । তারপরই চড়চড়িয়ে বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদদের মতে, যে হারে বসন্তকালে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে করে চৈত্রের শুরুতেই কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Accident:সাঁতরাগাছি উড়ালপুলে দুর্ঘটনার কবলে একসঙ্গে ৪টি গাড়ি, অল্পের জন্য রক্ষা গাড়ির চালকের

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি আপাতত নেই। বৃষ্টির সম্ভাবনাও নেই বললেই চলে।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়াত শুষ্ক গরম অনুভূত হচ্ছে।

আলিপুর হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদদের মতে, এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পাল্লা দিয়ে বাড়লে ঘামের অস্বস্তি বাড়বে, তেমনই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ -সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।