Sunday, November 2, 2025

ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা(Corona) ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে চিন(China), লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona)আক্রান্তের সংখ্যা। সেখানে কিছুটা হলেও স্বস্তিতে ভারত(India)। যদিও খানিকটা চিন্তা মৃত্যুহার (Death rate) নিয়ে।

বাংলা তথা দেশ জুড়ে করোনা রিপোর্ট (Corona Report) অনেকটাই স্বস্তিদায়ক। কড়া বিধিনিষেধ এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণের গ্রাফকে নিম্নমুখী করা সম্ভবপর হয়েছে।একদিকে যেখানে চিনে প্রত্যেক দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, পাশাপাশি লকডাউনের (Lockdown)পথেও হাঁটতে বাধ্য হয়েছে সেদেশের সরকার। তখন এদেশে অনেকটাই করোনার দাপট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। দিল্লিতে সংক্রমিত ১৩৬ জন, মহারাষ্ট্রে এই সংখ্যাটা ১৫০ এর বেশি। তবে বাংলা অনেকটা নিশ্চিন্তে, গত ২৪ ঘণ্টার করোনা রিপোর্ট বেশ স্বস্তিদায়ক । একদিনে পশ্চিমবঙ্গে আক্রান্ত ৩৫ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৪৬ হাজার ১৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ৭২২ জন। কিন্তু উদ্বেগ বাড়ছে মৃত্যুহার নিয়ে।মঙ্গলবারের বুলেটিন বলছে, একদিনে দেশে করোনা বলি বেড়ে ৯৭। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৯৭৪ জনের।

এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮০ কোটি ৪০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকে দেশজুড়ে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে।


 

Related articles

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...

SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর (Bratya Basu) হাতে রবিবার প্রকাশিত হলো নাগরিকত্ব, দেশভাগ ও সাংবিধানিক অধিকার...

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...

SIR-এর ছদ্মবেশে NRC! বৈধ ভোটারের ভোটাধিকার কাড়ার বিরুদ্ধে গর্জে উঠে গণমঞ্চ

রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। সেখানেই কেন্দ্রের সরকারের এসআইআর (SIR)...
Exit mobile version