Saturday, August 23, 2025

হিজাব বিতর্ক: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দায়ের হল মামলা

Date:

হিজাব মামলায়(Hijab) হাইকোর্টের(High Court) রায়ে মোটেই খুশি নয় মামলাকারী পক্ষ। আদালতের এহেন রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের একাধিক রাজনীতিবিদ। এহেন পরিস্থিতিতেই এবার হিজাব মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে(Supreme Court) দায়ের করা হল মামলা।

হিজাব মামলায় এদিন হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হিজাব পরা ইসলাম ধর্মবিশ্বাসে বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, তাই এ ক্ষেত্রে ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারার রক্ষাকবচ প্রযোজ্য নয়। পাশাপাশি স্কুল পরিচ্ছদের অঙ্গ হিসেবে হিজাব বা অন্য কোনও আবরণ বা উত্তরীয় নিষিদ্ধ করার কর্নাটক সরকারের সিদ্ধান্তকেও পড়ুয়াদের মৌলিক অধিকারের খর্ব হিসেবে দেখছে না হাই কোর্ট। ফলে স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিষিদ্ধই রইল। হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধেই এ বার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আন্দোলনকারী পড়ুয়ারা।

আরও পড়ুন:যুদ্ধের জেরে ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ৭০৯ পয়েন্ট নামল সেনসেক্স

এদিকে এই মামলায় অসন্তোষ ক্রমাগত বেড়ে চলেছে। মামলাকারী পড়ুয়াদের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, হিজাব ছাড়া আমরা কলেজে পা রাখব না। আজ আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে অন্যায় করা হয়েছে। আমরা আমাদের দেশেই প্রতারিত অনুভব করছি। আমরা তো শুধু আমাদের অধিকারের কথা বলেছি। যতক্ষন না পর্যন্ত সেই অধিকার আমরা অর্জন করছি, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। অন্যদিকে এই রায়ের পর এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, আদালত যে নির্দেশ দিয়েছে তা সকলের মেনে নেওয়া উচিৎ। স্কুল-কলেজের নিজস্ব ড্রেসকোড সকলের মেনে চলা উচিৎ।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version