Thursday, December 4, 2025

আইপিএল ২০২২: বায়ো বাবল ভাঙলে পেতে হবে ‘কঠিন শাস্তি’, নির্দেশ বোর্ডের

Date:

Share post:

গত বারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আইপিএলের জৈবদুর্গ বা বায়ো-বাবল নিয়ে কড়া নিয়ম বিসিসিআই-এর। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৫তম সংস্করণ। টুর্নামেন্ট চলাকালীন বায়ো-বাবলের সমস্ত নিয়ম মেনে চলতে হবে ক্রিকেটারদের পরিবারকেও। নিয়ম ভাঙলে কড়া শাস্তির ফতোয়া বিসিসিআই-এর।

কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা ম্যাচ অফিসিয়ালদের কেউ প্রথমবার বায়ো বাবলের নিয়ম ভাঙলে তাঁকে বাধ্যতামূলকভাবে সাত দিন নিভৃতাবাসে থাকতে হবে। সেই সময়ের মধ্যে যে কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারবেন না তার টাকা কেটে নেওয়া হবে। দ্বিতীয় বার একই নিয়ম ভাঙলে আগের শাস্তির সঙ্গে বাড়তি একটি ম্যাচ নির্বাসন পেতে হবে। তৃতীয় বার জৈবদুর্গের নিয়ম ভাঙলে টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা ম্যাচ আধিকারিককে। তাঁর পরিবর্ত কাউকে নিতে পারবে না সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি বা বিসিসিআই।

খেলোয়াড়দের পরিবারের সদস্যরা নিয়ম ভাঙলেও কড়া নিয়ম। সংশ্লিষ্ট ক্রিকেটার বা সাপোর্ট স্টাফকেও সাত দিনের নিভৃতাবাসে থাকতে হবে। দ্বিতীয় বার একই নিয়ম ভাঙলে পরিবারের সদস্যকে বায়ো বাবল ছেড়ে বেরিয়ে যেতে হবে। ফের এক বার সংশ্লিষ্ট ক্রিকেটারকে নিভৃতাবাসে থাকতে হবে।

শুধু ব্যক্তিগত শাস্তি নয়, বায়ো বাবলের নিয়ম ভাঙলে ফ্র্যাঞ্চাইজিকেও শাস্তি পেতে হবে। ম্যাচের আগে যদি কোনও দলে ১২ জনের কম ক্রিকেটার থাকে তা হলে সেই খেলা স্থগিত থাকবে। যদি বাবলের বাইরে থেকে কোনও ব্যক্তি এসে নিভৃতাবাস ছাড়াই কোনও দলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করেন তা হলে প্রথম বার সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা হিসেবে ১ কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় বা তৃতীয় বার একই ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দলের সর্বোচ্চ ২ পয়েন্ট কেটে নেওয়া হবে। এছাড়াও জরিমানা দিতে হবে নিয়মিত কোভিড পরীক্ষা না করালেও।

আরও পড়ুন- Rail: এখনই চালু হচ্ছে না রেলযাত্রায় প্রবীণদের ছাড়: দেবের প্রশ্নের উত্তরে জানালেন রেলমন্ত্রী

spot_img

Related articles

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...