Fire: কসবার বোসপুকুর রোডে অগ্নিকাণ্ড, আতঙ্কিত এলাকাবাসী

ফের খাস কলকাতায় আগুন। কসবার বোসপুকুর রোডে একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা। বহুতলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে নেমেছে বাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা।


আরও পড়ুন:Agitation-Hajra : হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ


জানা গিয়েছে, বুধবার বোসপুকুর রোডের বহুতলের তিনতলায় আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে একটি সংস্থার অফিস রয়েছে। নীচে বহু দোকানও রয়েছে। বুধবার দুপুর ১২টায় তিনতলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। এদিকে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় কয়েকজন কর্মী বহুতলে আটকে পড়েন। এরপর দমকল ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে। শেষমেশ আটকে পড়া কর্মীদের উদ্ধার করেন দমকল কর্মীরা। প্রাথমিক তদন্তে দমকলের অনুমআন, এসি থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Previous articlePunjab: লজ্জার হারের পর সোনিয়ার নির্দেশমতো প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর
Next articleRussia-Ukraine : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কী ক্যান্সারে আক্রান্ত?