Russia-Ukraine : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কী ক্যান্সারে আক্রান্ত?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি ক্যান্সারে আক্রান্ত? তাঁর শরীর নাকি ফুলে গিয়েছে। তিনি নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন।  আর এই কারণেই পুতিন নাকি কারোর কোনো সদুপদেশ শুনছেন না। একাই যুদ্ধর সিদ্ধান্ত নিয়েছেন। কখন কী বলছেন সব নাকি ভুলে যাচ্ছেন।   ‘ফাইভ আইজ’ সংস্থা এমনটাই জানাচ্ছে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ব্রিটেন ও আমেরিকা এই পাঁচটি দেশের গোয়েন্দাদের সংস্থা ‘ফাইভ আইজ’। ফাইভ আইজ -এর দাবি রাশিয়ার প্রেসিডেন্ট জটিল কোনো অসুখে ভুগছেন। সম্ভবত ক্যান্সার হয়েছে তাঁর। তাও লাস্ট স্টেজ । তাই এখন নাকি তাঁর স্টেরয়েড দিয়ে চিকিৎসা চলছে। আর এই হাই পাওয়ারের ওষুধেই পুতিনের শরীর ফুলে যাচ্ছে। এমনিতে অসম্ভব শরীর চর্চা করেন পুতিন। কিন্তু অসুখের জেরে আপাতত  নাকি জেরবার এই রাষ্ট্রনায়ক। আর এই সব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াস্বরূপ  একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন পুতিন। এমনটাই দাবি ফাইভ আইজের। যদিও রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম এ নিয়ে কোনো দাবি বা বিবৃতি দেয়নি। খবরটিকে রটনা  বলে উড়িয়েও দেয়নি। ব্রিটেনের বিদেশ সচিবও এমনটাই দাবি করেছেন।

 

Previous articleFire: কসবার বোসপুকুর রোডে অগ্নিকাণ্ড, আতঙ্কিত এলাকাবাসী
Next articleThe Kashmir Files: ‘কাশ্মীর ফাইল্‌স’ দেখার জন্য সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি ঘোষণা হিমন্ত বিশ্বশর্মার!