Tuesday, May 6, 2025

Punjab: লজ্জার হারের পর সোনিয়ার নির্দেশমতো প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর

Date:

‘কংগ্রেস গড়’ হিসেবে পরিচিত পাঞ্জাব(Punjab) এবার ‘হাত’ ছাড়া হয়েছে। দলের চুড়ান্ত ব্যর্থতার পর মঙ্গলবারই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী(Sonia Gandhi) নির্দেশ দিয়েছিলেন হেরে যাওয়া à§« রাজ্যের প্রদেশ সভাপতিদের ইস্তফা দেওয়ার। সেই নির্দেশ মেনে বুধবার পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Sing Sidhu)। টুইট করে এদিন সেই ইস্তফাপত্রও প্রকাশ্যে আনেন তিনি।

এদিন সকালে নিজের টুইটারে ইস্তফাপত্রের ছবি প্রকাশ্যে আনেন সিধু। একইসঙ্গে টুইটারে তিনি লেখেন, কংগ্রেস সভাপতির ইচ্ছানুসারে আমি আমার ইস্তফা পেশ করলাম। উল্লেখ্য, মঙ্গলবার সোনিয়া গান্ধী নির্দেশ দেন, হেরে যাওয়া ৫ রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতিদের ইস্তফা দিতে হবে। সেইমতো মঙ্গলবার ইস্তফা দেন পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু। পাশাপাশি সোনিয়ার তরফে নির্দেশ রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতিদের ইস্তফা দিতে হবে। সেইমতো এই তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের অজয়কুমার লাল্লু, উত্তরখণ্ডের গণেশ গোদীয়াল, গোয়ার গিরীশ চোড়নকর এবং মণিপুরের প্রদেশ সভাপতি এন লোকেন সিং। এদিকে সিধুর পাশাপাশি হারের দায় নিয়ে মঙ্গলবার সকালেই ইস্তফা দিয়েছেন গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি গিরীশ চোড়নকর।

 

আরও পড়ুন: By Election: উপনির্বাচনের দিনক্ষণ পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

প্রসঙ্গত, ৫ রাজ্যে লজ্জাজনক হারের পর গত রবিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) বৈঠকে ফের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম উঠে এসেছে। অন্যদিকে গান্ধী পরিবারের হাত থেকে কংগ্রেসকে মুক্ত করার দাবিতে ফের সরব হয়ে উঠেছেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্বরা। সবমিলিয়ে ঘরোয়া কোন্দলে জর্জরিত হাত শিবির।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version