Sunday, May 4, 2025

By Election: উপনির্বাচনের দিনক্ষণ পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

Date:

বুধবার সকাল ১১টায় দিল্লিতে নির্বাচন কমিশন দ্বারস্থ তৃণমূলের একটি প্রতিনিধি দল। আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচনের দিনক্ষণ পরিবর্তনের আর্জি নিয়ে সাংসদ সুখেন্দুশেখর রায়, কাকলী ঘোষদস্তিদার সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আজ ইসি’র (Election Commission) দফতরে হাজির হবে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: একনজরে দক্ষিণ ২৪ পরগনার ৬ পুরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের তালিকা

আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচনসহ দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।কিন্তু সেই সময় রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় রাজ্য সরকারের তরফে কমিশনকে কিছুদিনের জন্য ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে নবান্নর তরফে একটি চিঠি দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আইএসসি, আইসিএসসি এবং সিবিএসই বোর্ডেরও পরীক্ষা রয়েছে। ভোটের কারণে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে আশঙ্কা করেই রাজ্য সরকারের পক্ষ থেকে ভোটের দিন বদলানোর অনুরোধ করা হয়। তবে হাতে সময়ে না থাকার কারণে ভোটের দিন পরিবর্তন করা যাবে না বলে মঙ্গলবার জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাই বুধবার দিল্লিতে কমিশনের দফতরে হাজির হবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল৷


প্রসঙ্গত, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর সেই আসনটি আপাতত খালি। অন্যদিকে বাবুল সুপ্রিয়ের ইস্তফায় আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট। উপনির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী ৬মাসের মধ্যে করতে হবে। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতেই হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এরই মধ্যে রাজ্যের একাধিক পরীক্ষা রয়েছে। ভোট চলাকালীন পরীক্ষার্থীরা অসুবিধায় পড়তে পারে। সেই কারণে, জাতীয় নির্বাচন কমিশনকে প্রথমে আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তাতেও লাভ হয়নি। অগত্যা বুধবার কমিশনের দফতরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।

Related articles

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...
Exit mobile version