Tuesday, August 26, 2025

শরিকি রাস্তায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ, দাদার হাতে খুন ভাই

Date:

শরিকি রাস্তায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদ । আর তার জেরে সৎ দাদার হাতে খুন হতে হল ভাইকে। মঙ্গলবার রাতের ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের সোনাকুলে । নিহতর নাম জাহাঙ্গির আলম, ৫২। ওই ঘটনায় জড়িত সন্দেহে মতিউরের ছেলে জিয়াউর রহমান ওরফে সাফাতুল্লাহকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

 

পুলিশ জানিয়েছে,  জাহাঙ্গির ও সৎ দাদা মতিউর রহমানের বাড়ি পাশাপাশি। শরিকি রাস্তা এবং পাঁচিল দেওয়াকে ঘিরে দুই পরিবারের বিবাদ দীর্ঘ দিনের। এদিন ওই রাস্তা দিয়ে জাহাঙ্গির ইট নিয়ে বাড়ির পিছন দিকে যেতে চাইলে গন্ডগোল বেধে যায় দুই পরিবারের। এদিন সন্ধে থেকে দুই পরিবারের ফের বচসা শুরু হয়। ওই সময় জাহাঙ্গিরকে প্রথমে বাঁশ দিয়ে পেটানো হয়। তারপর শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে মতিউর পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস।

নিহতর স্ত্রী খাইরুন বিবি জানিয়েছেন, ‘আমাদের দুই বাড়ির মাঝখানে একটি রাস্তা আছে। সামনে মেয়ের বিয়ে। বাড়ির সামনে ইট বোঝাই করে রাখা ছিল। আমার স্বামী আজকেও ইট দুই বাড়ির মাঝখানে রাস্তা দিয়ে বাড়ির পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। কিন্তু ওই রাস্তার মধ্যে আমার স্বামীর সৎ দাদার পরিবার একটি খুঁটি পুঁতে রেখেছিল। আমার স্বামী ওদের জানায় খুটিটা উঠিয়ে নিয়ে বাড়ির পেছনদিকে ইট পৌঁছে দিয়ে আবার খুঁটি আগের মতোই পুঁতে দেবে। কিন্তু এই কথা বলতে যেতেই আমার স্বামীর সৎ দাদা মতিউর এবং তার ছেলে সাফাতুল্লাহ দুজনে মিলে আমার স্বামীর উপর আক্রমণ করে। দুজনে মিলে বাঁশ দিয়ে নৃশংস ভাবে আমার স্বামীকে পেটায়। তারপরে শ্বাসরোধ করে হত্যা করে। আমি চাই আমার স্বামীর খুনিদের সাজা হোক। সামনেই আমার মেয়ের বিয়ে ছিল। এখন কীভাবে কী হবে কিছুই বুঝতে পারছি না’।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version