Monday, November 10, 2025

IPL :মুম্বইয়ে হঠাৎ আইপিএলের টিম বাসে হামলা, ভাঙা হল জানলার কাঁচ

Date:

আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই বাণিজ্য নগরীতে বসতে চলেছে আইপিএল (IPL2022)এর আসর। ২৬ মার্চ থেকে খেলা শুরু, তাই ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলই পৌঁছে গেছে মুম্বইতে(Mumbai)। তার মাঝেই হঠাৎ হামলা। মঙ্গলবার মধ্যরাতে আচমকা আইপিএলের(IPL2022)টিম বাসে হামলা। চলে ইটবৃষ্টি, ভাঙা হয় জানলার কাঁচ। অভিযোগের আঙুল উঠছে এক বিশেষ রাজনৈতিক দলের দিকে।

সূত্রের খবর, মুম্বইয়ে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলের বাইরে এই টিমবাসটি রাখা ছিল। অভিযোগ মঙ্গলবার মধ্যরাতে মহারাষ্ট্র (maharastra)নবনির্মাণ সেনা দলের ৬ জন আন্দোলনকারী সেই টিম বাসের সামনের কাঁচে নিজেদের দাবি সম্বলিত পোস্টার (poster) লাগিয়ে দেয়। এমনকি ইট ছুড়ে জানলার কাঁচও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। সঞ্জয় নায়েক (Sanjay Nayek) নামের একজন আন্দোলনকারী জানিয়েছেন যে, তাঁদের দাবি মূলত বাইরে থেকে বাস ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। অথচ স্থানীয়দের কাজের কোনও সুরাহা করা হচ্ছে না। তাঁদের অভিযোগ অনবরত কাজের সুযোগ নষ্ট করা হচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। একই সঙ্গে তিনজন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের দিকে অভিযোগের আঙুল ওঠায় স্বভাবতই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ২৬ মার্চ থেকে এবছরের আইপিএল শুরু হবে তার প্রায় দিন ১০ আগে এমন ঘটনায় প্লেয়ারদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version