Thursday, August 21, 2025

উচ্চমাধ্যমিকের মাঝে উপনির্বাচন, পিছিয়ে দেওয়ার দাবিতে কমিশনে তৃণমূল

Date:

আগামী ১২ এপ্রিল রাজ্যের ২ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন(Election Commission)। অথচ ওই একই সময়ে রাজ্যে চলবে উচ্চমাধ্যমিক(HS)। পরীক্ষার মাঝে নির্বাচন হলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন পড়ুয়ারা। ফলস্বরুপ উপনির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে বুধবার নির্বাচন কমিশনের স্বারস্থ হল তৃণমূল(TMC)। এদিন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের(SukhenduShekhar Roy) নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল কমিশন অফিসে উপস্থিত হন। লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয় ১২ তারিখের উপনির্বাচনটি যাতে পিছিয়ে দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের তরফে এদিন যে আবেদন করা হয়েছে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। যদিও বেশকিছু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আর সেইসব পেরিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে নিশ্চিত নন কমিশনের কর্তারা। পাশাপাশি ওইদিন দেশের আরও তিনটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন রয়েছে। তাই দিনক্ষণ পিছিয়ে দিলে, তাও পিছিয়ে যাবে। এই অবস্থায় তৃণমূলের আবেদন কমিশনের বিবেচনাধীন।

আরও পড়ুন:অপেক্ষার অবসান! আজ থেকে শুরু হল ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ

এদিকে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুখেন্দুশেখর রায় বলেন, “উপনির্বাচনের নিয়ম অনুযায়ী কোনও আসন ফাঁকা হলে ৬ মাসের মধ্যে নির্বাচন করাতে হয়। আসানসোল লোকসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয় অক্টোবর মাসে পদত্যাগ করেছিলেন। ফলে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরির সম্ভাবনা রয়েছে। অবশ্য কমিশন চাইলে ওই কেন্দ্রের নির্বাচন ৫ রাজ্যের নির্বাচনের সঙ্গে করিয়ে দিতে পারত। এখন নির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরির সম্ভাবনা থাকবে। অবশ্য বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সে সম্ভাবনা নেই। আমরা কমিশনকে আমাদের প্রস্তাব দিয়েছি। ওরা ওদের মতো করে বিষয়টি দেখছে। আমরাও দেখছি উচ্চ শিক্ষা সংসদের সঙ্গে বলে বিষয়টার সমাধান করা যায় কিনা।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version