Saturday, August 23, 2025

ফিটনেস পরীক্ষায় পাস করলেন হার্দিক পান্ডিয়া ( Hardik Pandya)। চোট পাওয়া বেশ কিছু ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেয় এনসিএ (NCA)। তাদের তরফে জানানো হয়েছে সেই পরীক্ষায় পাশ করেছেন হার্দিক। আইপিএল ২০২২-এ (IPL 2022) গুজরাত টাইটান্সের (Gujrat Taitans) হয়ে নেতৃত্ব দেবেন তিনি। তবে হার্দিক ফিটনেস পরীক্ষায় পাশ করলেও, ইয়ো ইয়ো পরীক্ষায় পাস করতে পারেননি পৃথ্বী শহ (Prithvi Shaw)।

দীর্ঘদিন ধরে চোটের কারণে ভুগছিলেন হার্দিক। যার জন‍্য জাতীয় দলেও সুযোগ পাচ্ছিলেন না তিনি। কিংবা সুযোগ পেলেও চোটের কারণে বল করতে পারছিলেন না ভারতের এই তারকা অলরাউন্ডার। যার ফলে ফের জাতীয় দল থেকে বাদ যেতে হয় তাঁকে। তাই আসন্ন আইপিএলের আগে হার্দিক চোট মুক্ত কিনা তা দেখার জন‍্য ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। আর সেখানেই পাস করেন তিনি। জাতীয় অ্যাকাডেমিতে বলও করেছেন বলে জানানো হয়েছে সেই রিপোর্টে। এদিন এনসিএ-র এক সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন,”এনসিএ-তে ওর বল করার দরকার ছিল না, হার্দিক ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছেন। ইয়ো ইয়ো পরীক্ষায় দুর্দান্ত ফল করেছেন হার্দিক। ইয়ো ইয়ো পরীক্ষায় পাশ করার জন্য ১৬.৫ পয়েন্ট পেতে হয়। হার্দিক সেখানে ১৭-র বেশি পয়েন্ট পেয়েছেন।”

এদিকে হার্দিক ফিটনেস পরীক্ষায় পাশ করলেও, ইয়ো ইয়ো পরীক্ষায় পাস করতে পারেননি পৃথ্বী শহ। এনসিএ-তে পৃথ্বী পেয়েছেন ১৫ পয়েন্ট। পৃথ্বীর ফিটনেস পরীক্ষা নিয়ে এনসিএ সূত্রে বলা হয়েছে, “এগুলো ফিটনেস সম্পর্কে কিছু তথ্য। এর ফলে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা আটকাবে না পৃথ্বীর। এই পরীক্ষার ফলে খুব বেশি কিছু যায় আসবে না। পর পর তিনটি রঞ্জি ম্যাচ খেলেছেন পৃথ্বী। এর ফলে ক্লান্তি আসবেই। সেটা ফিটনেস পরীক্ষায় প্রভাব ফেলতেই পারে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version