Saturday, August 23, 2025

দেশের প্রথম রাজ্য হিসেবে স্কুল পাঠ্যক্রমে গীতাকে(Gita) অন্তর্ভুক্ত করলেও গুজরাট(gujrat) সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, গুজরাটের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাসের অংশ হিসেবে পড়ানো হবে ভগবত গীতা। বৃহস্পতিবার বিধানসভায় এই প্রস্তাব পেশ করেছেন গুজরাটের শিক্ষা মন্ত্রী জিতু ভাগনানী। শুধু তাই নয় প্রথম শ্রেণী থেকে গুজরাটে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

গুজরাট বিধানসভায় প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে গল্পের আকারে গিতার বিভিন্ন অংশ বা গল্পের আকারে পড়ানো হবে। অষ্টম শ্রেণী থেকে আরও বিস্তারিত পড়ানো হবে এই গীতা। গুজরাট সরকারের তরফে এ প্রসঙ্গে যুক্তি দিয়ে বলা হয়েছে, গীতা পড়ানো হলে পড়ুয়ারা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল হবে। ভারতীয় সমাজব্যবস্থা এবং সামাজিক আদর্শ ছোটবেলা থেকেই আত্মস্থ করতে পারবে। এ প্রসঙ্গে গুজরাটের শিক্ষা মন্ত্রী বলেন, ভগবত গীতার শিক্ষা, মতাদর্শ এবং গুরুত্ব জাতি ধর্ম নির্বিশেষে সকলেই গ্রহণ করেছেন। আর এটাকে সিলেবাসে এমনভাবে পড়ানো হবে যাতে পড়ুয়াদের মধ্যেও আগ্রহ তৈরি হয়।

আরও পড়ুন:Russia Ukraine War: ফুরিয়ে আসছে রসদ, ইউক্রেন হামলার তৃতীয় সপ্তাহে কপালে ভাঁজ রাশিয়ার

তবে সরকারের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়ার পর বিরোধী রাজনৈতিক দলের তরফে কোনরকম বিরোধিতা দেখানো হয়নি এই সিদ্ধান্তের বিরুদ্ধে। বরং কংগ্রেসের তরফে জানানো হয়েছে, “আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু গুজরাট সরকারের নিজেদেরও উচিত গীতা থেকে শিক্ষা নেওয়া। গীতাতেই বলা আছে, কোনও সমস্যার সমাধান করতে হলে সবার আগে সমস্যাটা মেনে নিতে হবে। কিন্তু গুজরাট সরকার সেটা মানছে না। আজ রাজ্যের শিক্ষাব্যবস্থা আজ বেহাল। রাজ্যের ৩৩ হাজার স্কুলের মধ্যে মাত্র ১৪টি স্কুল A+ গ্রেডের। ১৮ হাজার শিক্ষকের পদ শূন্য। ৬ হাজার স্কুল পুরো বন্ধ।”

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version