দোলের রঙিন শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, মিলেমিশে থাকার বার্তা রাষ্ট্রপতির

আজ রঙে রাঙা হয়ে ওঠার দিন। আজ রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তের শেষবেলায় দেশজুড়ে আজ লাল-নীল-সবুজ-হলুদের খেলা। দোলের সকালেই ট্যুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি সকলেই।

আরও পড়ুন:দেশবাসীকে দোল ও হোলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী , দিলেন একতার বার্তাও
রংয়ের উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রধানমন্ত্রী একটি ট্যুইটে দেশবাসীকে দোলের শুভেচ্ছা জানান। ট্যুইটে তিনি লেখেন, “রংয়ের উৎসব হয়ে উঠুক ভালবাসা, স্নেহ এবং সৌভ্রাতৃত্বের প্রতীক। জীবন হয়ে উঠুক আরও রঙিন।”

উত্তরবঙ্গে থাকলেও ট্যুইটারে দোলের শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।শুধু নিজের নয় অন্যকেও রঙিন করে তলার বার্তা দেন রাজ্যপাল।



Previous articleDeaflympics 2022: ডেফ অলিম্পিক্সে সুযোগ পেলেন শিলিগুড়ির প্রিয়ম চক্রবর্তী ও স্মরণ দাস
Next articleRussia Ukraine War: ফুরিয়ে আসছে রসদ, ইউক্রেন হামলার তৃতীয় সপ্তাহে কপালে ভাঁজ রাশিয়ার