Saturday, August 23, 2025

কাশ্মীরি পণ্ডিতরা বাড়িতে ফিরতে পারেন, সিদ্ধান্ত তাঁদেরই নিতে হবে, জানাল CRPF

Date:

Share post:

হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) প্রায় ৩০ বছর ঘর ছাড়া। এই তিন দশকে কেন্দ্রে সরকার চালিয়েছে কংগ্রেস (Congress) এবং বিজেপি (BJP)। কিন্তু কেন্দ্রে থাকা কোনও সরকারই কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ করেনি। এখন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতের সংখ্যা মাত্র তিন হাজার। বিতাড়িত পণ্ডিতদের বাড়ি-ঘর, সম্পত্তি আজও পরিত্যক্ত। সেই পরিত্যক্ত পণ্ডিতদের বাড়িতে আজ আধাসেনা বসবাস। এই কারণে সিআরপিএফের (CRPF) তরফে ঘোষণা করা হয়েছে, কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে চাইলে বাড়ি ফাঁকা করে দেওয়া হবে। তবে তাঁরা ফিরবেন কিনা সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে।

আরও পড়ুন: ‘ মা ‘ হতে পারেন ৮৪ বছরের বৃদ্ধ! রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ

সিআরপিএফ ডিজি কুলদীপ সিং (CRPF DG Kuldeep Singh) জানান, “কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) ছেড়ে যাওয়া বেশ কিছু বাড়িতে সিআরপিএফের জওয়ানরা রয়েছেন। কিন্তু বাড়ির বৈধ মালিকরা যদি বাড়িতে ফিরতে চান তাহলে আমরা বাড়ি ফাঁকা করে দেব। এখন কাশ্মীরের পরিস্থিতি অনেক শান্ত। তাই কেউ ফিরতে চাইলে তাঁরা ফিরতে পারেন। তবে সিদ্ধান্ত তাঁদেরই নিতে হবে।”

আরও পড়ুন: বিমানবন্দরে আইপিএসকে স্যুটকেস খোলার নির্দেশ রক্ষির, তারপর যা বেরিয়ে এলো

জানা যাচ্ছে, এই মুহূর্তে শুধু কাশ্মীরেই (Kashmir) প্রায় ৬৫ হাজার জওয়ান মোতায়েন রয়েছেন। সিআরপিএফ সেখানে জওয়ানদের থাকার বন্দোবস্ত হিসাবে কাশ্মীরি পণ্ডিতদের পরিত্যক্ত বাড়িগুলিকেই শিবির হিসেবে ব্যবহার করেছে।  অভিযোগ উঠেছে, বাড়ি আধা সেনার হাতে চলে যাওয়ায় পণ্ডিতদের কেউ কেউ ফিরতে চেয়েও পারেন না। তবে এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন সিআরপিএফ ডিজি (CRPF DG)।



spot_img

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...