উপাচার্যের বাসভবনের সামনেই বসন্ত উৎসবে মাতলেন বিশ্বভারতীর পড়ুয়ারা

অতিমারির কারণ পরপর দুবছর বন্ধ থেকেছে বসন্ত উৎসব। কিন্তু এবারে বিধিনিষেধের বালাই নেই। নেই করোনার দাপটও। তাও শান্তিনিকেতনে বসন্ত উৎসব বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। পৌষ উৎসবে রাজ্য সরকারকে দূষেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর এবারে দূষলেন বিক্ষোভরত ছাত্রদের। তাতেই আরও চটলেন পড়ুয়ারা। তাই বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসবের আয়োজন না করলেও বিক্ষুব্ধ পড়ুয়াদের তরফে আয়োজিত হল বসন্ত উৎসবের। উপাসনাগৃহ থেকে উপাচার্যের বাসভবন পর্যন্ত প্রভাতফেরি আয়োজিত করেন পড়ুয়ারা।


আরও পড়ুন:দোলের দিনে অন্য মুডে আমলারাও

চিরাচরিত রীতি মেনে বিশ্বভারতীতেই পালিত হয় বসন্ত উৎসব। আড়ম্বর যদিও ছিল না। তবে নিজেদের মতো করেই বসন্ত উৎসবে মাতলেন পড়ুয়ারা।

ছাত্রছাত্রীরা জানান, ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এই প্রচেষ্টা করা হয়েছে। তাঁদের দাবি, কর্তৃপক্ষ জানিয়েছিলেন ছাত্র আন্দোলনের কারণে বসন্ত উৎসব হবে না। তাই তাঁরা নিজেরাই উপাচার্যের বাড়ির সামনে শান্তিনিকেতনের ঐতিহ্য বজায় রাখলেন।

Previous articleUttarakhand: ৪০০ বছর আগের অভিশাপের আতঙ্কে হোলি খেলেন না গ্রামবাসীরা! 
Next article৮ লক্ষ শূন্যপদ পূরণেই নাকাল, ২ কোটি চাকরি অলীক স্বপ্ন মানল মোদি সরকার