UEFA Champions League: ঘোষিত চ‍্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের সূচি

শেষ ষোলোর ম‍্যাচে পিএসজিকে হারিয়েছে রিয়াল। তাই চেলসি বনাম রিয়াল ম‍্যাচ যে বেশ জমজমাট হতে চলেছে তা বলাইবাহুল‍্য।

ঘোষিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের সূচি। শেষ আটের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন চেলসি খেলবে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বিরুদ্ধে। ম‍্যাঞ্চেস্টার সিটি খেলবে অ‍্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে।  ছয় বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজেতা বায়ার্ন মিউনিখ কোয়ার্টার মুখোমুখি হবে এই মরশুমে একের পর এক বড় দলগুলিকে মাত দেওয়া স্পেনের ভিয়ারিয়ালের বিরুদ্ধে। আর বেনফিকার মুখোমুখি হবে লিভারপুল।

শেষ ষোলোর ম‍্যাচে পিএসজিকে হারিয়েছে রিয়াল। তাই চেলসি বনাম রিয়াল ম‍্যাচ যে বেশ জমজমাট হতে চলেছে তা বলাইবাহুল‍্য। কোয়ার্টার ফাইনালে চেলসি ও রিয়াল মাদ্রিদের ম‍্যাচের মধ্যে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি ও অ‍্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে। অন্য দিকে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখের মধ্যে জয়ী দল খেলবে বেনফিকা-লিভারপুল ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।

আরও পড়ুন:KKR: প্রকাশিত হল কেকেআরের নতুন জার্সি