Thursday, August 28, 2025

চতুর্থ ঢেউ আটকাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগাম সতর্কবার্তা কেন্দ্রর

Date:

করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ বেড়ে উঠেছে বিশ্বে। ভারতের মাটিতে তা আছড়ে পড়ার আগে আগাম সতর্কতা নিল কেন্দ্রীয় সরকার। চতুর্থ ঢেউ যাতে দেশে বিপদের কারণ হয়ে না ওঠে তার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পাঁচ দফা কৌশলে’ পদক্ষেপ নেওয়া পরামর্শ দেওয়া হল।

কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ যে পাঁচ দফা পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে পরামর্শ দিয়েছেন তা হল পরীক্ষা-চিহ্নিতকরণ-চিকিত্‍সা-টিকাকরণ ও কোভিড-বিধি মেনে চলা। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সেন্টিনেল সাইটগুলির মাধ্যমে INSACOG নেটওয়ার্কে পর্যাপ্ত সংখ্যায় নমুনা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা দরকার রাজ্যগুলির। কেন্দ্রের স্বাস্থ্য সচিব আরও বলেছেন, সংক্রমণের নতুন ক্লাস্টার থাকলে সেগুলির তদারকির মাধ্যমে কার্যকরী নজরদারি, নিয়ম অনুযায়ী পরীক্ষা ও আইএলআই ও সারি কেসের পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যাতে আগাম কোনও সতর্কতার সঙ্কেত নজর না এড়িয়ে যায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়।

আরও পড়ুন:বিমানবন্দরে আইপিএসকে স্যুটকেস খোলার নির্দেশ রক্ষির, তারপর যা বেরিয়ে এলো

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন যারা টিকা নেওয়ার যোগ্য, কিন্তু এখনও টিকা নেননি, তাঁদের টিকাকরণের জন্য উত্‍সাহিত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে রাজ্যগুলিকে। তিনি বলেছেন, সচেতনতা বাড়াতে এবং মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও হাত ও শ্বাসপ্রশ্বাসজনিত স্বাস্থ্যবিধি মেনে চলার মতো কোভিড বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারগুলিকে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version