সাইকেল চালাতে চালাতেই রুবিকস কিউব সমাধান!  বিশ্বরেকর্ড তামিলনাড়ুর কিশোরের

অনেকেই নিমিষেই সমাধান করতে পারেন রুবিক কিউবের। রুবিক কিউব সমাধানে অনেক রেকর্ডও আছে। কিন্তু একদম অন্যরকম ভাবে রুবিক কিউব সমাধান করে রেকর্ড গড়লেন তামিলনাড়ুর এক কিশোর।

কী রেকর্ড করেছেন তামিলনাড়ুর ওই কিশোর? সাইকেল চালাতে চালাতেই সবচেয়ে দ্রুততম সময়ে পাজল কিউব সমাধান করে গিনেস বুকে নাম তুলে ফেলেছেন চেন্নাইয়ের জয়দর্শন ভেঙ্কটেসন। ইতিমধ্যেই সেই বিশ্ব রেকর্ডের ভিডিয়ো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। গত দু বছর ধরে নিয়মিত পাজল সলভ করার অনুশীলন করেছেন জয়দর্শন। মাত্র ১৪.৩২ সেকেন্ডে পাজল সমাধান করেছেন তামিলনাড়ুর ওই প্রতিভাবান কিশোর।

আরও পড়ুন- UEFA Champions League: ঘোষিত চ‍্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের সূচি