Monday, August 25, 2025

কাশ্মীরি পণ্ডিতরা বাড়িতে ফিরতে পারেন, সিদ্ধান্ত তাঁদেরই নিতে হবে, জানাল CRPF

Date:

হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) প্রায় ৩০ বছর ঘর ছাড়া। এই তিন দশকে কেন্দ্রে সরকার চালিয়েছে কংগ্রেস (Congress) এবং বিজেপি (BJP)। কিন্তু কেন্দ্রে থাকা কোনও সরকারই কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ করেনি। এখন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতের সংখ্যা মাত্র তিন হাজার। বিতাড়িত পণ্ডিতদের বাড়ি-ঘর, সম্পত্তি আজও পরিত্যক্ত। সেই পরিত্যক্ত পণ্ডিতদের বাড়িতে আজ আধাসেনা বসবাস। এই কারণে সিআরপিএফের (CRPF) তরফে ঘোষণা করা হয়েছে, কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে চাইলে বাড়ি ফাঁকা করে দেওয়া হবে। তবে তাঁরা ফিরবেন কিনা সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে।

আরও পড়ুন: ‘ মা ‘ হতে পারেন ৮৪ বছরের বৃদ্ধ! রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ

সিআরপিএফ ডিজি কুলদীপ সিং (CRPF DG Kuldeep Singh) জানান, “কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) ছেড়ে যাওয়া বেশ কিছু বাড়িতে সিআরপিএফের জওয়ানরা রয়েছেন। কিন্তু বাড়ির বৈধ মালিকরা যদি বাড়িতে ফিরতে চান তাহলে আমরা বাড়ি ফাঁকা করে দেব। এখন কাশ্মীরের পরিস্থিতি অনেক শান্ত। তাই কেউ ফিরতে চাইলে তাঁরা ফিরতে পারেন। তবে সিদ্ধান্ত তাঁদেরই নিতে হবে।”

আরও পড়ুন: বিমানবন্দরে আইপিএসকে স্যুটকেস খোলার নির্দেশ রক্ষির, তারপর যা বেরিয়ে এলো

জানা যাচ্ছে, এই মুহূর্তে শুধু কাশ্মীরেই (Kashmir) প্রায় ৬৫ হাজার জওয়ান মোতায়েন রয়েছেন। সিআরপিএফ সেখানে জওয়ানদের থাকার বন্দোবস্ত হিসাবে কাশ্মীরি পণ্ডিতদের পরিত্যক্ত বাড়িগুলিকেই শিবির হিসেবে ব্যবহার করেছে।  অভিযোগ উঠেছে, বাড়ি আধা সেনার হাতে চলে যাওয়ায় পণ্ডিতদের কেউ কেউ ফিরতে চেয়েও পারেন না। তবে এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন সিআরপিএফ ডিজি (CRPF DG)।



Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version