হু হু করে বাড়ছে করোনা(Corona)। বিশ্বের সমস্ত দেশকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা( World health organization)। চিনের পরিস্থিতি ভয়াবহ, হংকং জুড়ে শুধুই মৃত্যু মিছিল, দক্ষিণ কোরিয়ার লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona)আক্রান্তের সংখ্যা। করোনা আতঙ্কের চোখ রাঙানির মাঝে এবার চিন্তার ভাঁজ বিশ্ববাসীর কপালে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা( World health organization) বলছে এটা ট্রেলার মাত্র, ব্যবস্থা না নিলে বড় বিপদ কড়া নাড়ছে।

চতুর্থ ঢেউ আটকাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগাম সতর্কবার্তা কেন্দ্রর

কয়েক মাস আগে করোনা শিরোনাম থেকে সরে গেছিল অনেকটাই। কিন্তু চিনে নতুন ভ্যারিয়েন্ট দাপট দেখানো শুরু করতেই ফের বিশ্ব জুড়ে করোনা ভাইরাস নিয়ে চর্চা শুরু। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগাম সতর্কবার্তা, এই অবস্থা হিমশৈলের চূড়া মাত্র, উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামীতে আরও বড় বিপদ অপেক্ষা করছে। বিগত এক সপ্তাহে অতি সক্রিয় হয়ে উঠেছে করোনা। চিনের (China)পাশাপাশি এবার টার্গেট যেন কোরিয়া(Korea)। দক্ষিণ কোরিয়ায় ইতিমধ্যেই একদিনে ৪ লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত। ওমিক্রনের (Omicron) অতিসংক্রামক ভ্যারিয়েন্ট বিএ.১ এবং বিএ.২ এর দাপটে আজ বিশ্ব জুড়ে এই অবস্থা। WHO-র তরফে জানানো হয়েছে, গত সপ্তাহের তুলনায় বিশ্বজুড়ে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোভিড(Covid) সংক্রমণ। মার্চ মাসে এক সপ্তাহের (৭ মার্চ -১৩ মার্চ ) মধ্যে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১০ লক্ষ মানুষ।মার্চের শুরু থেকে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও ইংল্যান্ডে করোনা পরিস্থিতির বেশ উদ্বেগের। ইউরোপে নতুন করে বাড়তে শুরু করেছে কোভিড, অফ্রিকার দেশগুলিতেও ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।

এসবের মাঝেই ইজরায়েলে করোনার দুই নতুন প্রজাতি হল বিএ.১ এবং বিএ.২ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইজরায়েলের স্বাস্থ্য দফতর। ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্তা জানিয়েছেন ,বিধিনিষেধ শিথিলের কারণেই করোনার বাড়বাড়ন্ত। যে ছবি উঠে আসছে মহামারীর প্রকৃত অবস্থা তারচেয়েও ভয়াবহ।
