Sunday, May 4, 2025

হিজাব বিতর্কে কর্ণাটক সরকারের হুঁশিয়ারি, পরীক্ষা বয়কট করলে মিলবে না দ্বিতীয় সুযোগ

Date:

আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশের আগে যেসব ছাত্রী হিজাব বিতর্কের(Hijab row) জেরে পরীক্ষায় বসার সুযোগ পাননি তারা নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পেতে পারেন। তবে নির্দেশের পর যারা পরীক্ষা বয়কট(exam boycot) করেছেন তারা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। সম্প্রতি এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কর্নাটক সরকারের(Karnataka Government) তরফে।

এ প্রসঙ্গে কর্নাটকের আইন বিষয়ক মন্ত্রী মধু স্বামী জানিয়েছেন আদালতের নির্দেশের আগে যারা পরীক্ষা দেয়নি তাদের বিষয়টা মানবিকতার সঙ্গে দেখছে সরকার। সরকার মনে করে খানিকটা আবেগের বশবর্তি হয়ে অনেকেই পরীক্ষা দেয়নি। তাই তাদের বিষয়টা বিবেচনা করার প্রয়োজন। তবে আদালতের নির্দেশের পরও ইচ্ছাকৃতভাবে যারা পরীক্ষা বয়কট করছেন তাদেরকে নতুন করে আর কোন সুযোগ দেওয়া হবে না। ফলস্বরূপ সরকারের এহেন কঠোর পদক্ষেপ বহু ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:রাশিয়াতে যুদ্ধবিরোধী আওয়াজ উঠতেই ‘আবর্জনামুক্ত’ করার হুমকি পুতিনের!

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ আবস্তি, জাস্টিস কৃষ্ণ দীক্ষিত এবং জাস্টিস জে এম কাজিকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ। তবে সরকারের তরফে নতুন করে এহেন নির্দেশিকা জারি হওয়ার পর পরীক্ষার্থীদের দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য স্মরণ করেছেন রাজ্যের বিরোধী দল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ গৌরা। উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা সংক্রান্ত মামলায় আদালতের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়। এর ফলে হাই কোর্টে জয় হয়েছে বিজেপি পরিচালিত কর্নাটক সরকারেরই। তবে আদালতের এহেন রায় রীতিমতো অখুশি লক্ষ লক্ষ মুসলিম পড়ুয়া।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version