ATM: ঋণ দেয়নি ব্যাঙ্ক, জ্বলন্ত উনুনের শিক খুলে দুঃসাহসিক চেষ্টা যুবকের

জ্বলন্ত উনুন থেকে শিক খুলে নিয়ে এটিএম ভাঙার চেষ্টা করেন এক যুবক।

ঋণ (Loan) দেয়নি আলিপুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আক্রোশ বশত দুঃসাহসিক কাজ করে বসলেন যুবক! শুক্রবার রাতে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) উল্টোদিকে ওই ব্যাঙ্কের ATM-এর সামনে যান তিনি। ফুটপাথের দোকানের জ্বলন্ত উনুন থেকে শিক খুলে নিয়ে এটিএম ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ। এটিএম লুঠের চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

জেরায় ধৃত জানিয়েছে, ঋণের (Loan) আবেদন ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকচ করে দেওয়ায় এটিএম লুঠের চেষ্টা করেন তিনি। ধৃতের দাবি খতিয়ে দেখছে আলিপুর থানার পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ধৃত আমহার্স্ট স্ট্রিট (Amherst Street) অঞ্চলের বৈঠকখানা বাজারের বাসিন্দা।