Thursday, August 28, 2025

Isl: আইএসএল চ‍্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি, দুরন্ত পারফরম্যান্স গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমানির

Date:

আইএসএল (ISL)চ‍্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি (Hyderabad Fc)। রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে কেরলা ব্লাস্টার্সকে ( Kerala Blasters) হারিয়ে আইএসএলের খেতাব পকেটে পুরল হায়দরাবাদ এফসি। টাইব্রেকারে কেরলকে হারায় হায়দরাবাদ। কেরলের বিরুদ্ধে ১২০ মিনিট পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে কেরলকে ৩-১ হারাল হায়দরাবাদ। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স হায়দরাবাদ গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমানির। দু’টি দুরন্ত সেভ করেন তিনি।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে প্রথমার্ধে একাধিকবার আক্রমণে গেলেও প্রথম ৪৫ মিনিটে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুই দল। যার ফলে প্রথমার্ধে খেলার ফলাফল থাকে গোলশূন‍্য।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কেরল। যার ফলে ম‍্যাচের ৬৮ মিনিটে গোল করে কেরলকে এগিয়ে দেন রাহুল কেপি। এরপরই পাল্টা আক্রমণ চালায় হায়দরাবাদ। যার ফলে ম‍্যাচের ৮৮ মিনিটে গোল করে হায়দরাবাদের হয়ে সমতা ফেরান সাহিল তাভোরা। এরপর খেলা গড়ায় এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমেও ম‍্যাচের ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে কেরলকে ৩-১ গোলে হারিয়ে দেয় হায়দরাবাদ।

এদিন ফাইনাল ম্যাচে ছিল দর্শক প্রবেশের অনুমতি। তাই ফতোরদা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাড়ে ১১ হাজার দর্শক। দর্শকের উপস্থিতিতে আইএসএল ট্রফি ঘড়ে তুলল হায়দরাবাদ।

আরও পড়ুন:বেঙ্গালুরুর পিচ নিয়ে কী রিপোর্ট দিল আইসিসি?

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version