Thursday, November 6, 2025

সপ্তাহের প্রথম দিন থেকেই রাজ্যে ১২ থেকে ১৪ বছর বয়সিদের কোর্বেভ্যাক্স টিকা প্রদান শুরু। প্রতিটি বরোতে কমপক্ষে দুটি করে স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে বলে নবান্ন তরফে জানানো হয়েছে। ক্রমে শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে কিংবা পুরসভার সহযোগিতায় স্কুলগুলিতেও টিকা কর্মসূচি চালানো হবে। রাজ্যের ২৮টি জেলা মিলিয়ে ২৮ লক্ষ ৮১ হাজার ৮০০ ডোজ টিকা পাঠানো হয়েছে।করোনাকে হারাতে প্রত্যেকে যাতে টিকা পায়, তা দেখা হচ্ছে।

আরও পড়ুন:Cyclone: ধেয়ে আসছে অশনি! উপকূলে আছড়ে পড়ার আগেই শুরু বৃষ্টি

উত্তর কলকাতার হাতিবাগানে ১১ নম্বর স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন কলকাতার পুরসভার ডেপুটি নেত্র অতীন ঘোষ। অন্যদিকে চেতলা গার্লস স্কুলে টিকাকরণ কেন্দ্রে থাকবে। মেয়র ফিরহাদ হাকিম।

রাজ্যে টিকাকরণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসীম দাস মালাকার বলেন, “স্বাস্থ্য দফতরের চিহ্নিত টিকা কেন্দ্রে ১২ থেকে ১৪ বছর বয়সি ছেলেমেয়েদের কোর্বেভ্যাক্স টিকা দেওয়া হবে। প্রথম ডোজের ২৮ দিন পরে নিতে হবে দ্বিতীয় ডোজ। বয়স্কদের ক্ষেত্রে যে-নিয়ম ছিল, এ ক্ষেত্রেও নিয়ম একই।” যিনি টিকা দেবেন, তাঁকে নিশ্চিত হতে হবে যে, গ্রহীতার বয়স ১২ বছর হয়েছে।
প্রসঙ্গত মোট রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে মোট ৮৮০০০ ভ্যাকসিন পেয়েছে কলকাতা পুরসভা। প্রয়োজন অনুযায়ী টিকা রাজ্যের সমস্ত জেলায় বন্টন করা হয়েছে। সব থেকে বেশি টিকা গিয়েছে মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও টিকা বরাদ্দ হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, মালদহ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুরের মতো প্রতিটি জেলার জন্যেও টিকা বরাদ্দ হয়েছে।

টিকা নেওয়ার জন্য ১২ থেকে ১৪ বছর বয়সিদের কোউইন অ্যাপে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। বাড়ির কারও নামে আগে থেকে ওই পোর্টালে অ্যাকাউন্ট খোলা থাকলে সেখানেও ছোট সদস্যের নাম নথিভুক্ত করা যাবে। আবার অনলাইনে যদি কারও সমস্যা হয়, তা হলে সরাসরি সরকারি টিকা কেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করে টিকা নিতে পারবে। আধার কার্ড বা স্কুলের পরিচয়পত্র বা রেশন কার্ড বা শারীরিক প্রতিবন্ধকতার পরিচয়পত্র বা পাসপোর্ট বা ব্যাঙ্কের পাশবইয়ের মতো পরিচয়পত্র দিয়ে যেখানে বয়স বোঝা যাবে তা দিয়েই কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version