Saturday, December 20, 2025

১২ বছর বিরতির পর ‘মুজিব- দ্য মেকিং অব নেশন’ নিয়ে ফিরছেন শ্যাম বেনেগাল

Date:

Share post:

‘মুজিব- দ্য মেকিং অব নেশন'(Mujib The Making Of Nation) নিয়ে ফিরছেন শ্যাম বেনেগাল(Shyam Benegal)। গত এক যুগে একটিও ফিচার ছবি বানাননি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্র পরিচালক। ২০১০-এ মুক্তি পেয়েছিল তাঁর ‘ওয়েল ডান আব্বা’ ছবিটি। মাঝখানে ১২ বছরের বিরতির পর অবশেষে তাঁর হাত ধরে তৈরি হতে চলেছে ‘মুজিব- দ্য মেকিং অব নেশন’।

কিন্তু কেন এতদিনের বিরতি? সংবাদমাধ্যমকে বেনেগাল বলেছেন, “একজন স্বাধীন চিত্র নির্মাতার কাছে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এমন একটা বিষয় আপনাকে পেতে হবে যা আপনাকে নিজেকে এতটাই উচ্ছ্বসিত করবে যে আপনি সেই বিষয় নিয়ে ছবি বানাতে চাইবেন। দুই, যে মুহূর্তে আপনি বিষয়টা পেয়ে গেলেন সেই সঙ্গে এমনও কাউকে পেতে হবে যে আপনার বিষয়টি একই ভাবে পছন্দ করে তাতে অর্থ বিনিয়োগ করতে রাজি হবে, যা সব সময় সহজ নয়।” বেনেগাল বলেন, “টেলিভিশনের ব্যাপক বিস্তার হয়েছে এবং সিনেমার দর্শক কমে গেছে। টিভির মাধ্যমে বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে সিনেমা। টিভি আমাদের কাজে বিরতি দিয়েছিল এবং তাই আমরা যে ধরনের চলচ্চিত্র তৈরি করতে চেয়েছিলাম তা করতে পারিনি,”

আরও পড়ুন:নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে জিজ্ঞাসাবাদ সিটের, ক্লোজ আইসি-সহ ৫ পুলিশকর্মী

পাশাপাশি বেনেগাল আরও বলেন, তিনি সবসময় সুইডিশ চলচ্চিত্র নির্মাতা ইঙ্গমার বার্গম্যানের মতো কোনো বিরতি ছাড়াই চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যেতে চেয়েছিলেন। তাঁর কথায়, “যেমন ছবি বানাতে চাইছি তেমন ছবি বানাতে পারছি কই”? ৮৭ বছরের শ্যাম বেনেগল হতাশ। সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় তিনি বিশেষ খুশি নন। পরিচালকের রোষানলে ওটিটি? তাঁর কথায়, “এমন একটা সময় ছিল যখন ভারত সবচেয়ে বেশি সংখ্যক ছবি তৈরি করছিল, আমি নিজেই দু’বছরে তিনটে ছবি বানাতাম। এমনকি এমনও সময় গিয়েছে যখন বছরে দুটো ছবিও বানয়েছি আমি। ছবি এখনও তৈরি হচ্ছে, কিন্তু ওয়েব স্পেসে। ট্র্যাডিশনাল ছবি তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু বিভিন্ন ভাষায় কি হচ্ছে? আমি জানি না।” গত ১৭ মার্চ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে তাঁর আসন্ন ছবির পোস্টার শেয়ার করেছেন শ্যাম বেনেগাল। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। পর্দায় তাঁর স্ত্রী রেণু নুসরত ইমরোজ তিসা। নুসরত ফারিয়াকে দেখা যাবে শেখ হাসিনার ভূমিকায়। ছবিটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা। সব মিলিয়ে আবারও সিনেমায় শ্যাম বেনেগাল। সঙ্গে বঙ্গবন্ধুর জীবনকাহিনী। পর্দায় দেখতে মুখিয়ে দুই দেশের মানুষ।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...