Thursday, August 21, 2025

India Team: আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ২৫ জনের ভারতীয় দল ঘোষণা করলেন ইগর স্টিমাচ

Date:

আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ২৫ জনের ভারতীয় দল (India Team) ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। আগামী ২৩ ও ২৬ মার্চ বাহারিন ও বেলারুশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই দুই ম্যাচের জন্য ফাইনাল দল ঘোষণা করলেন স্টিমাচ। সামনেই এএফসি এশিয়ান কাপের ম‍্যাচ। তার আগে নিজেদের একবার ঝালিয়ে নিতে চান প্রীতম কোটাল, মনবীর সিংরা।

৮ জুন থেকে এএফসি এশিয়ান কাপের ফাইনাল যোগ্যতাপর্বের ম্যাচগুলি খেলতে নামবে ভারতীয় দল। কলকাতায় হবে সেই ম্যাচ। তার আগে কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চান ভারতীয় দলের কোচ স্টিমাচ।

আইএসএলে যেসকল তরুণরা ভালো খেলেছে তাদেরকে দলে রেখেছেন স্টিমাচ। একেবারে সাতজন ফুটবলারকে প্রথমবার জাতীয় দলের জন্য ডাকা হয়েছে। এই সাত জনের মধ্যে রয়েছেন  প্রভসুখন গিল, ‘এমার্জিং’ ফুটবলার রোশন সিং। এছাড়া কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সের স্তম্ভ রুইভাহরমিপাম, বেঙ্গালুরুর দানিশ ফারুখ, হায়দরাবাদের অনিকেত যাদব। ডাক পেয়েছেন ভিপি সুহের ও আনয়ার আলিও। যদিও ভারতীয় স্কোয়াড থেকে সুনীল ছেত্রী নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন।

এই দুই প্রীতি ম‍্যাচ নিয়ে স্টিমাচ বলেন,” আমাদের প্রতিপক্ষ বাহারিন এবং বেলারুশ ফিফা ব়্যাঙ্কিংয়ে আমাদের থেকে এগিয়ে আছে। তবে ব়্যাঙ্কিং যাই হোক না কেন, খেলাটা মাঠে নামে খেলতে হয়। এই ম্যাচগুলি আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, তা আমাদের দেখিয়ে দেবে। আইএসএলে যেসব তরুণরা ভাল খেলেছেন, তাঁদের আমরা সুযোগ দেব এবং পরখ করে দেখে নেব ওদের জুনে খেলানো যায় কিনা।”

আরও পড়ুন:Rafael Nadal: ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হার নাদালের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version