Saturday, August 23, 2025

ইউক্রেন নিয়ে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাইডেন

Date:

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের(Ukraine) বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে এবার পোল্যান্ড সফরে যাচ্ছেন আমেরিকার(America) প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)। সম্প্রতি হোয়াইট হাউসের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই তথ্য।

হোয়াইট হাউসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন তিনি। তার আগে বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বাইডেন। শুক্রবার রাজধানী ওয়ারশেতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে আলোচনায় বসবেন তিনি। উল্লেখ্য, যুদ্ধের কারণে ইউক্রেনে ছেড়ে প্রায় অর্ধেক মানুষ সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

হোয়াইট হাউস সূত্রে খবর, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের যে ক্ষয়ক্ষতি ও মানবাধিকার সংকটের সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে ও যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকবে সেই বিষয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন:১২ বছর বিরতির পর ‘মুজিব- দ্য মেকিং অব নেশন’ নিয়ে ফিরছেন শ্যাম বেনেগাল

প্রসঙ্গত, ন্যাটো সামরিক জোট, ইউরোপিয়ান কাউন্সিল এবং জি-৭-এর বৈঠকে অংশ নিতে আগামী বুধবার ব্রাসেলস যাবেন জো বাইডেন। তাঁর এই সফরে ইউক্রেন যাওয়ার পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। সোমবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ২৬ তম দিন। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version