Friday, December 19, 2025

মমতার উন্নয়নেই “খামোশ” হবে বিরোধীরা, বর্ণাঢ্য রোড-শো করে মনোনয়ন শত্রুঘ্ন সিনহার

Date:

Share post:

আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর গতকাল, রবিবার নিজের কেন্দ্রে পা রেখেছেন বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহা। অন্ডাল বিমানবন্দরে পা রেখেই বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ঘুরতে নয়, জিততে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর খেলায় তিনি জিতবেনই। এরপর আজ, সোমবার আসানসোলের পথে হুডখোলা গাড়িতে বর্ণাঢ্য রোড-শো করে মনোনয়ন পেশ করলেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

সবুজ পাঞ্জাবি, চোখে রোদ চশমা, দু-আঙুল তুলে দেখালেন ‘ভিক্ট্রি সাইন’। ঢাকের তালে অনুরাগী-কর্মী-সমর্থকদের আবেগ ও ভালোবাসার জোয়ারে ভেসে আসানসোলের জিটি রোডের বিএনআর রোড সংলগ্ন রবীন্দ্র ভবন থেকে শুরু করে কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। গোটা মনোনয়ন পর্বে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল-দূর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সহ নেতৃবৃন্দ।

এদিন শত্রুঘ্ন সিনহা জানান, আগামিদিনে দেশের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে নতুন ইতিহাস তৈরি হতে চলেছে এই রাজ্যের হাত ধরেই। তৃণমূল নেত্রীর প্রতি রাজ্যের মানুষের যে সমর্থন,তা আসানসোল লোকসভা উপনির্বাচনেও বজায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করায় তিনি অত্যন্ত খুশি। তিনি কৃতজ্ঞ। উপনির্বাচনে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী তিনি। আগেও আসানসোলের এসেছেন। এখানকার মানুষের আবেগ-ভালোবাসা দেখে তিনি আপ্লুত। আজ থেকেই বিভিন্ন বিধানসভা অঞ্চলে তিনি প্রচার শুরু করবেন বলেও জানিয়েছেন।

এদিকে সোমবার মিছিল নিয়ে বেলা ১০ টা বেজে ৫০ মিনিট নাগাদ আসানসোলে জেলা শাসকের দফতরে আসেন শত্রুঘ্ন সিনহা। প্রয়োজনীয় কিছু নথি না থাকার কারণে কিছুটা বিলম্ব মনোনয়নে। জানা যায়, শত্রুঘ্ন সিনহা যে এলাকার ভোটার, সেখানকার জেলাশাসকের ক্লিয়ারেন্স থাকা আবশ্যক। সেই নথি না থাকার জন্যই কিছুটা জটিলতা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সমস্ত নথি পেশ করেই শত্রুঘ্ন সিনহার মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।

অন্যদিকে, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তাঁকে বহিরাগত তকমা দিলেও তা পাত্তা দেননি শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই আসানসোলে বিরোধীদের “খামোশ” করবেন বলে দাবি করেলেন শত্রুঘ্ন।

আরও পড়ুন:Covid Vaccine: রাজ্যে ১২ ঊর্ধ্বদের টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...