Friday, January 9, 2026

মমতার উন্নয়নেই “খামোশ” হবে বিরোধীরা, বর্ণাঢ্য রোড-শো করে মনোনয়ন শত্রুঘ্ন সিনহার

Date:

Share post:

আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর গতকাল, রবিবার নিজের কেন্দ্রে পা রেখেছেন বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহা। অন্ডাল বিমানবন্দরে পা রেখেই বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ঘুরতে নয়, জিততে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর খেলায় তিনি জিতবেনই। এরপর আজ, সোমবার আসানসোলের পথে হুডখোলা গাড়িতে বর্ণাঢ্য রোড-শো করে মনোনয়ন পেশ করলেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

সবুজ পাঞ্জাবি, চোখে রোদ চশমা, দু-আঙুল তুলে দেখালেন ‘ভিক্ট্রি সাইন’। ঢাকের তালে অনুরাগী-কর্মী-সমর্থকদের আবেগ ও ভালোবাসার জোয়ারে ভেসে আসানসোলের জিটি রোডের বিএনআর রোড সংলগ্ন রবীন্দ্র ভবন থেকে শুরু করে কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। গোটা মনোনয়ন পর্বে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল-দূর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সহ নেতৃবৃন্দ।

এদিন শত্রুঘ্ন সিনহা জানান, আগামিদিনে দেশের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে নতুন ইতিহাস তৈরি হতে চলেছে এই রাজ্যের হাত ধরেই। তৃণমূল নেত্রীর প্রতি রাজ্যের মানুষের যে সমর্থন,তা আসানসোল লোকসভা উপনির্বাচনেও বজায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করায় তিনি অত্যন্ত খুশি। তিনি কৃতজ্ঞ। উপনির্বাচনে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী তিনি। আগেও আসানসোলের এসেছেন। এখানকার মানুষের আবেগ-ভালোবাসা দেখে তিনি আপ্লুত। আজ থেকেই বিভিন্ন বিধানসভা অঞ্চলে তিনি প্রচার শুরু করবেন বলেও জানিয়েছেন।

এদিকে সোমবার মিছিল নিয়ে বেলা ১০ টা বেজে ৫০ মিনিট নাগাদ আসানসোলে জেলা শাসকের দফতরে আসেন শত্রুঘ্ন সিনহা। প্রয়োজনীয় কিছু নথি না থাকার কারণে কিছুটা বিলম্ব মনোনয়নে। জানা যায়, শত্রুঘ্ন সিনহা যে এলাকার ভোটার, সেখানকার জেলাশাসকের ক্লিয়ারেন্স থাকা আবশ্যক। সেই নথি না থাকার জন্যই কিছুটা জটিলতা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সমস্ত নথি পেশ করেই শত্রুঘ্ন সিনহার মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।

অন্যদিকে, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তাঁকে বহিরাগত তকমা দিলেও তা পাত্তা দেননি শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই আসানসোলে বিরোধীদের “খামোশ” করবেন বলে দাবি করেলেন শত্রুঘ্ন।

আরও পড়ুন:Covid Vaccine: রাজ্যে ১২ ঊর্ধ্বদের টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম

spot_img

Related articles

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...

বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

এবার পথকুকুর মামলায় শর্মিলা ঠাকুরকে কড়া ভাষায় ভর্ৎসনা করলো দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বুধবার থেকে বিচারপতি বিক্রম...

জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার,...