বকটুই কাণ্ডে গ্রেফতার ১১, বিধানসভায় পার্থ বললেন রাজনৈতিক চক্রান্ত

রামপুরহাটের বকটুই গ্রামে আগুনে পুড়ে ৮ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে

রামপুরহাটের বকটুই গ্রামে আগুনে পুড়ে ৮ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। যার প্রভাব পড়েছে রাজ্য বিধানসভায়। বিরোধীরা হইহট্টগোল শুরু করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী NIA ও CBI তদন্তের দাবি করে।

অন্যদিকে, বিধানসভায় বিবৃতি দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করার জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, অপরাধ করেছে তাদের শাস্তি দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য পর্যাপ্ত সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন:রামপুরহাটকাণ্ডে ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের, বৃহত্তর ষড়যন্ত্র: পাল্টা তোপ কুণালের

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবানী ভবনে এমনটাই জানালেন ডিজি মনোজ মালব্য।

Previous articleরামপুরহাটকাণ্ডে ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের, বৃহত্তর ষড়যন্ত্র: পাল্টা তোপ কুণালের
Next articleAAP: বিভিন্ন রাজ্যে এবার সাম্রাজ্য বিস্তারের পথে এগোচ্ছে আম আদমি পার্টি