Monday, May 5, 2025

এবার সরাসরি এক পুলিশ কর্তার নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পুলিশ সংগঠনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক শান্তনু সিংহ বিশ্বাস, যিনি বর্তমানে কালীঘাট থানার ওসি।

বাঁকুড়ায় পুলিশ লাইনে ওয়েলফেয়ার কমিটির দ্বিতীয় সাধারণ সভার অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক শান্তনু সিংহ বিশ্বাসকে বলতে শোনা যায়, ”একজন বেলুন ফোলানো নেতা আছে, এখন চুপসে গেছে। জেনারেটর বন্ধ করে MLA হয়েছে। তার নামটা করে আমি নিজেকে ছোট করতে চাই না। উনি যেখানেই যান, পুলিশের কোনও বিষয় থাকলে আমাকে আক্রমণ করেন। আমি বলতে চাই, ওনার জন্য কত পুলিশ ট্রান্সফার হয়েছে। ওনার কথা না শুনলে অন্যত্র পাঠানো হয়েছে। তাই আমি এখানে নয়, কাঁথিতে গিয়ে যা বলার বলবো।”

শুভেন্দু অধিকারীকে নিশানা করা পুলিশ কর্তার বক্তব্যের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সংশ্লিষ্ট মহলে গুঞ্জন তুঙ্গে, এই পুলিশ আধিকারিক শুভেন্দু সম্পর্কে কী এমন গোপন তথ্য জানেন, যেটা তিনি কাঁথিতে গিয়ে বোমা ফাটানোর কথা বললেন। তাহলে কী শুভেন্দু নিয়ে কোনও বিস্ফোরক গোপন তথ্য প্রকাশ করার হুঁশিয়ারি দিয়ে হাটে হাঁড়ি ভাঙার ইঙ্গিত দিলেন পুলিশ কর্তা?

উল্লেখ্য, রাজ্য প্রশাসনের আধিকারিক হিসেবে শান্তনু সিংহ বিশ্বাস শুধু শুভেন্দুর সমালোচনা নয়, গঠনমূলক বার্তা দেন পুলিশ কর্মীদের। ভাইরাল ভিডিওতে সিভিক ভলান্টিয়ারদের প্রতি তাঁর উপদেশ, “সিভিক ভাইদের আমি বলছি, এমন কোনও কাজ করবেন না, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা নীচু হয়ে যায়।”

আরও পড়ুন- ফের হেঁসেলে আগুন! একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, দামি পেট্রোল-ডিজেলও

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version