Thursday, December 18, 2025

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনে কলেজগুলিতে ভর্তিতে নয়া নিয়ম UGC-র

Date:

Share post:

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ কলেজগুলিতে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। জারি করল নতুন নির্দেশিকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ড পরীক্ষার রেজাল্টের আর কোনও গুরুত্ব থাকছে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনে থাকা কলেজগুলিতে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ভর্তির জন্য এবার থেকে আবশ্যিক হল কমন টেস্ট। একটাই পরীক্ষার মাধ্যমে হবে ভর্তি, পৃথকভাবে আর কোনও প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে না কোনও বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্ত কলেজগুলিতে ভর্তির জন্য এই কমন পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে। রাজ্যের বা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিও এই পরীক্ষা পদ্ধতি গ্রহণ করতে পারে। ইতিমধ্যেই দেশের বহু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে।

আরও পড়ুন-দিল্লির তিনটি কর্পোরেশনকে একত্রিত করার বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৩ টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে। সেই তালিকায় রয়েছে বাংলাও। বাংলার পাশাপাশি, হিন্দি, মারাঠি, গুজরাতি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লাম, উর্দু, অসমিয়া, পাঞ্জাবি, ওড়িয়া ও ইংরেজিতেও থাকবে পরীক্ষা দেওয়া ব্যবস্থা। স্নাতক স্তরের ক্ষেত্রে এই আবেদন করা যাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET) নেওয়া হবে জুলাইতে। স্নাতকোত্তরের জন্যও একাধিক বিশ্ববিদ্যালয় এই পথ অবলম্বন করবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...