Sunday, November 2, 2025

রামপুরহাটকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের, আজই শুনানি

Date:

বীরভূমের(Birbhum) রামপুরহাটে(Rampurhat) একের পর এক বাড়িতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। এই প্রাণহানির ঘটনাকে বুধবার প্রধান বিচারপতি জঘন্য অপরাধ বলে মন্তব্য করেন। এবং বুধবার দুপুর দুটোয় এই মামলার শুনানির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে হাইকোর্টের কাজ শুরু হওয়ার পর রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সরকারি কৌসুলিকে এজলাসে ডাকেন প্রধান বিচারপতি। এবং রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের কথা জানিয়ে দেন। প্রধান বিচারপতি বলেন, “এই ধরনের ঘটনা জঘন্য অপরাধ। অবিলম্বে তদন্ত করা উচিত। ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঘরবন্দি করে মানুষকে পুড়িয়ে মারা হল। এই ধরনের ঘটনার পিছনে যারা আছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।”

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর পাল্টা চিঠিতে ধনকড় প্রমাণ করলেন তিনি বিজেপির এজেন্ট

অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে বিরোধী শিবির রাজনীতির ময়দানে নামলেও তদন্তকারীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পাশাপাশি ঘটনার তদন্তে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, সে তথ্য খতিয়ে দেখছেন আধিকারিকদের। ফরেনসিক আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর গঠিত সিটও।

Related articles

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ফাইনালে আজ ভারতীয় মহিলা ব্রিগেডের প্রতিপক্ষ বৃষ্টিও!

আশা-আকাঙ্ক্ষার রবিবারে ভারতীয় মহিলাদের স্বপ্নের ইতিহাস তৈরীর সামনে বৃষ্টি (Rain) বাধা হয়ে দাঁড়াবে না তো, মহিলা বিশ্বকাপ ফাইনালের...

বিয়ে ভাঙলেও দায়িত্ব ছাড়েননি মেয়ে ‘ডোম’ টুম্পা

চাকুরিরতা পাত্রীর জন্য সম্বন্ধ আসে। কিন্তু যখনই জীবিকার কথা শোনে পাত্রপক্ষ-ভেঙে যায় বিয়ে। আজ যখন ভারতীয়দলের জার্সি গায়ে...

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...
Exit mobile version