Tuesday, November 4, 2025

লজেন্স খেয়ে মৃত্যু হল ৪ শিশুর! মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের(Uttarpradesh) কুশিনগরের কাস্য এলাকায়। রাস্তায় পড়ে থাকা ‘বিষাক্ত’ (Poison)লজেন্স খেয়ে মুশার উপজাতি পরিবারের চার শিশুর মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে ইউপি সরকার(UP Government)। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

ওদের বয়স ৩ থেকে ৫, ওরা বোঝে না কিছুই, আপন খেয়ালে থাকে তাই রাংতায় মোড়া লোভনীয় লজেন্সের মধ্যেই যে লুকিয়ে ছিল মৃত্যুদূত তা সরল মন চিনতে পারে নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কুশিনগর এলাকায়।’বিষাক্ত’ লজেন্স খেয়ে মৃত্যু হয়েছে মাঞ্জানা (৫), সুইটি (৩), সমর (২) ও অরুণ (৫) নামে চার শিশুর। মৃত শিশুরা মুশার উপজাতি পরিবারের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপনগরের বাসিন্দা মুখিয়া দেবী এদিন সকালে যখন ঘর ঝাঁট দিচ্ছিলেন, সেই সময়ে ঘরের সামনের রাস্তায় একটি প্লাস্টিকের ব্যাগ পান তিনি। তার মধ্যে ছিল পাঁচটি লজেন্স ও কয়েকটি কয়েন। মুখিয়া দেবী তাঁর তিন নাতিকে ওই লজেন্স খেতে দেন, সেই সময় তিন ভাইবোনের সঙ্গে খেলতে এসেছিল পাশের বাড়ির অরুণও। তাকেও একটি টফি দেন তিনি।এরপরই অচৈতন্য হয়ে পড়ে ৪ শিশু। ক্রমশ তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর দ্রুত তাদের স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

ঘটনার জেরে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশে পুলিশ। লজেন্স খেয়ে শিশুমৃত্যু ? কীভাবে ? রহস্য দানা বেঁধেছে। উদ্ধার হওয়া ব্যা থেকে যাওয়া একটি লজেন্স উদ্ধার করে তার নমুনা পরীক্ষা করতে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিষক্রিয়ার জেরে এই ঘটনা। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সন্তানহারা পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে যোগী সরকার।

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version